নতুন প্রতিনিধি, আগরতলা, ২ জানুয়ারি৷৷ মরা গাঙে পাল তুলতে নবনিযুক্ত প্রদেশ কংগ্রেস সভাপতি উদ্যোগ গ্রহণ করেছে৷ দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ ও নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে রাজ্যজুড়ে বৃহত্তর আন্দোলনে শামিল হওয়ার প্রস্তুতি নিচ্ছে কংগ্রেস৷ বৃহস্পতিবার আগরতলা কংগ্রেস ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র হরেকৃষ্ণ ভৌমিক৷ বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রীয় এবং রাজ্য সরকার জনগণের চরম সর্বনাশ ডেকে আনছে বলে গুরুতর অভিযোগ এনেছেন কংগ্রেস মুখপাত্র হরেকৃষ্ণ ভৌমিক৷ তিনি বলেন, দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ করতে সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বৃহত্তর আন্দোলনে শামিল হচ্ছে কংগ্রেস দল৷ নাগরিকত্ব সংশোধনী আইন প্রসঙ্গে কেন্দ্রের নেতৃত্বাধীন বিজেপি সরকারের তীব্র সমালোচনা করেন তিনি ৷ কেন্দ্রীয় সরকার সংখ্যাগরিষ্ঠতার জুড়ে নাগরিকত্ব সংশোধনী বিল পাশ করিয়ে তা আইনে পরিণত করিয়েছে৷ এ ধরনের আইন দেশ ও দেশবাসীর পক্ষে বিপজ্জনক বলে উল্লেখ করেন তিনি৷ এর বিরুদ্ধেও বৃহত্তর আন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি৷ শীঘ্রই এসব বিষয় নিয়ে রাজ্য ব্যাপী আন্দোলন গড়ে তুলার লক্ষ্যে জেলা ও মহকুমা ব্লক স্তরের নেতৃবৃন্দকে নিয়ে বৈঠক করা হবে বলেও জানান৷ প্রদেশ কংগ্রেসের সভাপতি পদে নিযুক্তি পাওয়ার পর পীযূষ কান্তি বিশ্বাস রাজ্যের সর্বত্র কংগ্রেস সংগঠনকে মজবুত করার উদ্যোগ নিয়েছেন বলেও দাবি করেন দলীয় মুখপাত্র হরেকৃষ্ণ ভৌমিক৷