নতুন প্রতিনিধি, আগরতলা, ২ জানুয়ারি।। বৃহস্পতিবার থেকে অভয়নগরের পুথিবা দেবতাবাড়ি প্রাঙ্গণে শুরু হয়েছে দশম পুথিবা লাইহারওবা উৎসব৷ তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং পুথিবা লাইহারাওবা কমিটি ও পুথিবা ওয়েলফেয়ার অ্যাণ্ড কালচারেল সোসাইটির যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠান চলবে আগামী ৬ জানুয়ারি পর্যন্ত৷ ৫ দিনব্যাপী এই অনুষ্ঠানের উদ্বোধন করে সাংসদ রেবতী কুমার ত্রিপুরা বলেন, এই উৎসব বর্তমানে সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে৷ মণিপুরী জাতি শান্তিপ্রিয় জাতি৷ মণিপুরী সমাজের সামগ্রিক বিকাশে রাজ্য সরকার সচেষ্ট৷ অনুষ্ঠানের বিশেষ অতিথি মণিপুরের সাংসদ ড. আর কে রঞ্জন সিংহ বলেন, রাজ রাজাদের আমল থেকেই ত্রিপুরা ও মণিপুর রাজ্যের মধ্যে নিবিড় সম্পর্ক রয়েছে৷ তিনি আরও বলেন, বর্তমান সরকারের আমলে ত্রিপুরার জনগণকে সঙ্গে নিয়ে রাজ্যের সার্বিক বিকাশে কাজ করা হচ্ছে৷ তিনি ত্রিপুরা তথা উত্তর-পূর্বাঞ্চলের বিকাশে সংসদে বলিষ্ঠ ভূমিকা রাখার জন্য সাংসদ প্রতিমা ভৌমিক ও সাংসদ রেবতী ত্রিপুরারও ভূয়সী প্রশংসা করেন৷ বক্তব্য রাখতে গিয়ে সাংসদ রেবতী ত্রিপুরা বলেন, মণিপুরী সংস্কৃতি সমৃদ্ধ সংস্কৃতি৷ সমগ্র বিশ্বে মণিপুরী নৃত্যের জনপ্রিয়তা অনস্বীকার্য৷ তিনি পুথিবা লাইহারাওবা উৎসব সম্পর্কে বলেন, বর্তমানে এই উৎসব মিলনমেলার রূপ নিয়েছে৷ এই ধরনের উৎসব শান্তি, সম্পীতি ও ভ্রাতৃত্বের বন্ধনকে সুুদৃঢ় করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে৷ অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র ড. প্রফুল্লজিৎ সিনহা, মণিপুর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর পাওনাম গুণীন্দ্র সিং প্রমুখ৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুথিবা লাইহারাওবা কমিটির সভাপতি এন নিরঞ্জন দত্ত এবং স্বাগত বক্তব্য রাখেন কমিটির সচিব দীপক সিনহা৷ অনুষ্ঠান উপলক্ষে উৎসব কমিটির পক্ষ থেকে ১০ জন করে বয়োজ্যাষ্ঠ পুরুষ ও মহিলাকে সম্মাননা জানানো হয়৷ অনুষ্ঠানে প্রতিদিন রাজ্য ও বহির্রাজ্য থেকে আগত শিল্পীগণ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন৷