পুকুরের জলে নোংরা আবর্জনা ফেলতে বারন করায় আক্রান্ত ব্যবসায়ী

তুন প্রতিনিধি, শান্তিরবাজার, ১ জানুয়ারি৷৷ পুর পরিষদের বাজার এলাকায় পুকুরের জলে নোংরা আবর্জনা ফেলতে বারন করায় আক্রমণের শিকার হলেন শান্তির বাজারের এক ব্যবসায়ী৷ শান্তিরবাজার মহকুমার পুরপরিষদ এলাকায় বাজারে একটিমাত্র জলাশয় রয়েছে৷ এই জলাশয় থেকে বাজারের ব্যবসায়ীরা প্রতিনিয়ত বিভিন্ন কাজের জন্য জল ব্যবহার করে থাকে৷ কিন্তু দেখা যায় শান্তির বাজারের কিছু প্রভাবশালী ব্যক্তি নিজেদের অপ্রয়োজনীয় জিনিসপত্র এই জলাশয়ে ফেলছে৷ উনারা আবার শাসকদলের কাছের লোক বলে পরিচয় দিয়ে থাকে৷ ঐ প্রভাবশালী ব্যক্তির বাড়িতে অনুষ্ঠান শেষের পর অনুষ্ঠানের পরিত্যাক্ত নোংরা আবর্জনাগুলি জলাশয়ের ধারে ফেলার সময় এক দোকানদার বাধা দেয়৷ এতে করে ঘটে চরম বিপত্তি৷ ব্যবসায়ী কর্তৃক বাধা প্রাপ্ত হয়ে প্রভাবশালী ব্যক্তি উনার দলবল নিয়ে ঐ জনৈক ব্যবসায়ীর উপর আক্রমণ করে এমনটাই অভিযোগ৷ অভিযোগের ভিত্তিতে ব্যবসায়ী শান্তিবাজার থানায় এক লিখিত মামলা দায়ের করেন৷ জলাশয়ের সত্যতা জানতে গিয়ে দেখা যায় সম্পূর্ণ জলাশয়টি নোংরা আবর্জনায় পরিপূর্ণ৷ এও দেখা যায় ব্যবসায়ীরা এই জলাশয়ের জল সংগ্রহ করে নিজ নিজ কাজ করে থাকেন৷ এলাকার লোকজন ও ব্যবসায়ীরা ও স্নান করে থাকে৷ এই ব্যাপারে পুর পরিষদের কাউন্সিলার জেনেও নীরব দর্শকের ভূমিকা পালন করছে৷ এই নিয়ে ক্ষোভ জন্মাচ্ছে ব্যবসায়ীদের মনে৷ কাউন্সিলার ও পুর পরিষদের সি ও তথা শান্তির বাজার মহকুমাশাসক অর্ঘ্য সাহাকেও এই ব্যাপারে জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?