নতুন প্রতিনিধি, কমলপুর, ২ জানুয়ারি।। কমলপুর মহকুমার দুর্গাচৌমুহনী ব্লকের অধিন মোহনপুর গ্রাম পঞ্চায়েতটি। এই পঞ্চায়েতের একটি গ্রাম মুসলিম পাড়া। মোহনপুর উচ্চ বিদ্যালয়ের দক্ষিন পাশে মানিক মিঞার দোকান থেকে ধলাই নদীর বাঁধ পর্যন্ত দীর্ঘ প্রায় ৫০০ মিটার রাস্তা। অভিযোগ রাস্তাটি দীর্ঘ ৫ বছর যাবত বেহাল অবস্থায় পরিণত হয়ে রয়েছে। যার ফলে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসিদের। গ্রামটিতে প্রায় দেড় শতাধিক পরিবারের বসবাস। বর্ষার মরশুমে জল আর কাদায় একাকার হয়ে যায় রাস্তাটি। তাই গ্রামবাসীরা রাস্তাটি ইট সলিং এর দাবি জানায়। অবশেষে বিজেপি সরকার প্রতিষ্ঠার পর রাস্তাটি ইট সলিং করার উদ্যোগ গ্রহণ করা হয়। যথারীতি কাজও শুরু হয়। কিন্তু গ্রামবাসীদের অভিযোগ নিম্ন মানের পুরাতন ইট দিয়ে রাস্তাটি বর্তমানে ইট সলিং করা হচ্ছে। তাই তারা ইট সলিং-এর কাজ বন্ধ করে দিয়েছে। দীর্ঘদিন পর এলাকাবসিদের দাবি পূরণ হতে চলেছে তাই একদিকে যেমন তারা খুশি, অপরদিকে নিম্নমানের ইট ব্যবহার করায় গ্রামবাসিরা অসন্তোষ প্রকাশ করেছে। তাদের দাবি ভালো ইট দিয়ে রাস্তাটি ইট সলিং করা হোক। এখন দেখার গ্রামবাসীদের দাবি পূরণ হয় কিনা।