নতুন অনলাইন ডেস্ক, ০১ জানুয়ারি।। দীর্ঘ ১৮ মাস আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট থেকে দূরে থাকার পর অবশেষে সংক্ষিপ্ত ফর্ম্যাটের জাতীয় দলে ফিরলেন শ্রীলঙ্কার তারকা অল-রাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউজ। টি-২০ দলে অভিজ্ঞতার অভাব প্রকট হওয়ায় অভিজ্ঞ ম্যাথিউজকে ফেরানোর সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। আসন্ন টি-২০ বিশ্বকাপের কথা মাথায় রেখেই শ্রীলঙ্কার নির্বাচকদের এমন পদক্ষেপ। ২০১৮-র অগস্টে কলম্বোয় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাথিউজ শেষ বার শ্রীলঙ্কার হয়ে টি-২০ ক্রিকেটে মাঠে নেমেছিলেন। অবশেষে অস্ট্রেলিয়া সফরে টি-২০ সিরিজে শ্রীলঙ্কার ব্যর্থতার দিকে তাকিয়ে ম্যাথিউজকে দলে ফেরানোর সিদ্ধান্ত নেন নির্বাচকরা। উল্লেখ্য, আগামী ৫ জানুয়ারি থেকে ভারতে কোহলিদের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে শ্রীলঙ্কা। প্রথম ম্যাচ খেলা হবে গুয়াহাটিতে। ৭ ও ১০ জানুয়ারি সিরিজের বাকি দুটি টি-২০ খেলা হবে যথাক্রমে ইন্দোর ও পুণেতে। ভারত সফরের জন্য শ্রীলঙ্কার টি-২০ স্কোয়াড: লসিথ মালিঙ্গা (ক্যাপ্টেন), কুশল পেরেরা, দানুস্কা গুণতিলকে, আবিস্কা ফার্নান্ডো, ভানুকা রাজাপক্ষে, ওশাদা ফার্নান্ডো, দাসুন শানাকা, অ্যাঞ্জেলো ম্যাথিউজ, নিরোশন ডিকওয়েলা, কুশল মেন্ডিস, ওয়ানিন্দু হাসারাঙ্গা, লকশন সান্দাকান, ধনঞ্জয়া ডি’সিলভা, লাহিরু কুমারা ও ইসুরু উদানা।