নতুন প্রতিনিধি, নয়াদিল্লি, ১ জানুয়ারি।। সিডিএস পদের দায়িত্বভার গ্রহণ করেছেন জেনারেল বিপিন রাওয়াত। সেই উপলক্ষ্যে তাঁকে অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর শুরু হওয়া কার্যকালের শুভ কামনা করে অমিত শাহ জানিয়েছেন, সামরিক বাহিনীর আধুনিকীকরণের পাশাপাশি নতুন ভারতের আশাও পূরণ করবে এই পদ। বুধবার নিজের ট্যুইটবার্তায় অমিত শাহ লিখেছেন, ‘ভারতের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াতকে অভিনন্দন জানাই। আমি বিশ্বাসী তাঁর নেতৃত্বে তিনবাহিনী একটি সঙ্ঘবদ্ধ টিমের মতো কাজ করে রাষ্ট্রীয় সুরক্ষার ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা রয়েছে তার দূর করবে।’ অমিত শাহ আরও জানিয়েছেন, তিনবাহিনীর কল্যাণ করে মোদী সরকারের স্বপ্ন স্বার্থক করবে সিডিএস। পাশাপাশি সেনাবাহিনীর আধুনিকীকরণ করে দেশবাসীর আশা পূরণ করবে। উল্লেখ করা যেতে পারে দেশের প্রথম

চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াতকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের ট্যুইটবার্তায় লিখেছেন, নতুন বছর এবং দশকে ভারত পেল প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াতকে। তাঁকে শুভেচ্ছা জানিয়ে নরেন্দ্র মোদী লেখেন, ‘নতুন এই দায়িত্বের জন্য তাঁকে শুভেচ্ছা জানাই। তিনি একজন অসাধারণ আধিকারিক যিনি দেশকে উৎসাহের সঙ্গে সেবা করে গিয়েছেন।’