নতুন অনলাইন ডেস্ক, ০১ জানুয়ারি।। চোট সারিয়ে অবশেষে কোর্টে ফিরতে চলেছেন রাশিয়ান টেনিস সুন্দরী মারিয়া শারাপোভা। নতুন মরশুমের শুরুতেই ব্রিসবেন ইন্টারন্যাশনালে খেলতে নামবেন মাশা। রাঙ্কিংয়ের নিরিখে বা কোয়ালিফায়ার খেলে অস্ট্রেলিয়ান ওপেনের এই প্রস্তুতি টুর্নামেন্টের মূলপর্বে প্রতিদ্বন্দিতা করবেন না বিশ্বের প্রাক্তন এক নম্বর তারকা। তিনি টুর্নামেন্ট খেলবেন ওয়াইল্ড কার্ড এন্ট্রি হিসেবে। গত অগস্টে ৩২ বছর বয়সি রাশিয়ান তারকা শেষ বার কোনও প্রতিযোগিতামূলক টেনিসে অংশ নিয়েছিলেন। যুক্তরাষ্ট্র ওপেনের প্রথম রাউন্ড থেকেই ছিটকে যেতে হয়েছিল পাঁচ বারের গ্র্যান্ড স্ল্যামজয়ী তারকাকে। কাঁধের চোটের জন্য তার পর আর পেশাদার সার্কিটে দেখা যায়নি মারিয়াকে। ফলে তাঁর ব্যক্তিগত রাঙ্কিং নেমে যায় ১৩৩-এ। চোট-আঘাতে জর্জরিত শারাপোভা গত মরশুমে মাত্র ৮টি টুর্নামেন্টে খেলতে নেমেছিলেন। আসন্ন অস্ট্রেলিয়ান ওপেন দিয়ে মেজর ইভেন্টে কাম ব্যাকের ইচ্ছে রয়েছে মাশার। আগামী ৬ থেকে ১২ জানুয়ারি কুইন্সল্যান্ড টেনিস সেন্টারে শারাপোভাকে কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দেবেন বিশ্বের এক নম্বর তারকা অ্যাশলে বার্টি। এছাড়া ক্যারোলিনা প্লিসকোভা ও নাওমি ওসাকার মতো প্রথম সারির ডব্লিউটিএ তারকারা অংশ নেবেন এই টুর্নামেন্টে।