নতুন প্রতিনিধি, বিশালগড়, ২ জানুয়ারি।। মধুপুর এলাকায় সাংবাদিক আশিষ মিঞাকে বিনা প্ররোচনায় মারধর করে মধুপুর থানার পুলিস। থানার ওসি বিষ্ণুপদ ভৌমিকের নেতৃত্বে সাংবাদিক আশিষ মিঞার উপর শারীরিক নির্যাতন করা হয়। এর ফলে গুরুতর আহত হয়েছেন আশিষ। এই ঘটনার খবর পেয়ে সাংবাদিকদের এক প্রতিনিধি দল বৃহস্পতিবার সিপাহীজলা জেলার অতিরিক্ত পুলিস সুপারের সাথে সাক্ষাৎ করে ডেপুটেশন প্রদান করে। ডেপুটেশনে অবিলম্বে মধুপুর থানার ওসিকে বরখাস্ত করা, সাংবাদিক আশিষ মিঞার উপর দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করে নেওয়া এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবী জানানো হয়েছে। আগরতলা প্রেসক্লাবের সম্পাদক প্রণব সরকার এই ব্যাপারে কথা বলেন জেলার পুলিস সুপার কৃষ্ণেন্দু চক্রবর্তীর সাথেও। আশিষ মিঞার দ্রুত আরোগ্য কামনা করা হয়। আশিষ মিঞার ব্যাপারেও খোঁজখবর নিয়েছে প্রতিনিধি দলের সদস্যরা। প্রতিনিধি দলে ছিলেন প্রেসক্লাবের সম্পাদক প্রণব সরকার, সদস্য সেবক ভট্টাচার্যী ও সৌরজিত পাল। আগরতলা প্রেসক্লাবের পক্ষ থেকে মধুপুর থানার পুলিসের ভূমিকার তীব্র নিন্দা জানানো হয়েছে। পাশাপাশি এই ঘটনা সম্পর্কে রাজ্য পুলিসের মহানির্দেশকের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।