নতুন প্রতিনিধি, আগরতলা, ২ জানুয়ারি।। শহর আগরতলার কাছে পূর্ব দুর্জয়নগর হাইস্কুলে কতিপয় দুষ্কৃতকারীরা বুধবার রাতে দরজা জানালা ভাঙচুর করেছে৷ তবে, স্কুল থেকে কোন কিছু চুরি হয়নি৷ স্কুলের প্রধানশিক্ষিকা জানান, গতকাল দশম শ্রেণীর টেস্ট পরীক্ষার খাতা দেখানোর পর বিকেল ৪টা ২০ মিনিট নাগাদ তারা স্কুল থেকে যান৷ বৃহস্পতিবার সকালে প্রতিঃ বিভাগের প্রধান শিক্ষক এসে দেখতে পান দরজা ভাঙা৷ তখনই তিনি খবর দেন হাইস্কুলের প্রধান শিক্ষিকাকে৷ এ ব্যাপারে এয়ারপোর্ট থানার পুলিশকেও জানানো হয়৷ পুলিশ ঘটনার তদন্ত করেছে৷ কে বা কারা ঘটনায় জড়িত সে সম্পর্কে সঠিক তথ্য না পেলেও প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে টেস্ট পরীক্ষার ফলাফলকে কেন্দ্র করেই ঘটনাটি ঘটেছে৷ প্রধান শিক্ষিকা তনুজা চাকমা জানান বুধবার দশম শ্রেণীর পরীক্ষার খাতা দেখার পক্রিয়া শেষে নির্ধারিত সময়ে স্কুলে তালা লাগিয়ে চলে যায় সকলে। কিন্তু মঙ্গলবার স্কুলের নাইট গার্ড তাকে অসুস্থ থাকার কারণে স্কুলে আসতে পারবে না বলে জানান। যে কারণে বুধবার রাতে স্কুলে ছিলেন না নাইট গার্ড। আর সেই সুযোগকে কাজে লাগায় চোরেরা। তবে প্রধান সিক্ষিকার বক্তব্য স্কুলের অফিস ঘরের তালা ভাঙলেও কোন কিছু নিতে পারেনি চোরেরা। এই ঘটনায় স্কুলের ছাত্র ছাত্রী এবং অভিভাবকদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে।