দেশের ১২টি রাজ্যে রেশন সামগ্রী সংগ্রহ করতে পারবেন ত্রিপুরার ভোক্তারা

নতুন প্রতিনিধি, আগরতলা, ১ জানুয়ারি৷৷ ইংরেজি নতুন বছরের প্রথম দিনেই দেশের ১২টি রাজ্যে রেশনিং ব্যবস্থায় পরিবর্তন আনা হয়েছে৷ এক দেশ এক রেশন কার্ড চালু হলো রাজ্যেও৷ অভিন্ন রেশনিং ব্যবস্থা মেনে দেশের ১২টি রাজ্যে রেশন সংগ্রহ করা যাবে৷ ত্রিপুরা ছাড়া অন্ধপ্রদেশ, তেলেঙ্গানা, কর্ণাটক, কেরল, মধ্যপ্রদেশ, গুজরাট, মহারাষ্ট্র, হরিয়ানা, রাজস্থান, গোয়া এবং ঝাড়খন্ডে আপাতত এক দেশ এক রেশন কার্ড ব্যবস্থা চালু হয়েছে৷ অবশ্য, দেশের অন্যান্য রাজ্যে এখনই চালু হয়নি নয়া এই নিয়ম৷  কেন্দ্রীয় খাদ্য মন্ত্রকের ঘোষণা অনুযায়ী, যে সব রাজ্যে নয়া রেশনিং ব্যবস্থা চালু হয়েছে সেখানে একটি অভিন্ন রেশনকার্ড দিয়ে যে কোনও রেশন দোকান থেকে মালপত্র তুলতে পারবেন গ্রাহকরা৷ কেন্দ্রের দাবি তাতে প্রায় সাড়ে

Villagers of Belatikri under Lalgarh PS queue at a ration shop for rice @ rupees 2 per kg on Sunday. Express Photo by Partha Paul. Jhargram. 27.03.2016.

তিন কোটি মানুষ উপকৃত হবেন৷ কেন্দ্রের আরও দাবি, ধাপে ধাপে সারা দেশেই অভিন্ন রেশনিং ব্যবস্থা চালু করা হবে৷  ই-রেশনিং চালুর ক্ষেত্রে ত্রিপুরা দেশের মধ্যে তৃতীয় এবং উত্তর-পূর্বাঞ্চলে প্রথম রাজ্য হিসেবে নজির স্থাপন করেছে৷ তাছাড়া, গত ডিসেম্বরেই রাজ্যে চালু হয়েছে পোর্টেবল রেশনিং সিস্টেম৷ তাতে, গ্রাহকরা রাজ্যের যে কোন ন্যায্য মূল্যের দোকান থেকে রেশন সামগ্রী সংগ্রহ করতে পারছেন৷ সম্প্রতি খাদ্য দপ্তরের সচিব ড. দেবাশীষ বসু জানিয়েছিলেন, জানুয়ারী থেকে সারা দেশব্যাপী পোর্টেবল রেশনিং সিস্টেম চালু হচ্ছে৷ তাতে, গ্রাহকরা দেশের যে কোন রাজ্যে শুধুমাত্র আধার নম্বর ব্যবহার করে রেশন সংগ্রহ করতে পারবেন৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?