নতুন প্রতিনিধি, আগরতলা, ১ জানুয়ারি : ইংরেজি নববর্ষের ১ম দিনেই সুপ্রভাত নামে এক সামাজিক সংস্থার পক্ষ থেকে রাজধানীর বিবেকানন্দ ময়দানে দুঃস্থদের মধ্যে এক বস্ত্রদান শিবির অনুষ্ঠিত হয়৷ শীতের প্রকোপে দরিদ্র, ফুটপাতবাসীরা যখন জড়সর অবস্থায় দিন কাটাচ্ছে তখন এ ধরনের সামাজিক সংস্থাগুলি এগিয়ে এসে তাদের পাশে দাড়ানো সত্যিই মানবিকবার এক নিদর্শন৷ রাজধানীসহ শহরতলীর বিভিন্ন প্রান্তে ব্যাঙের ছাতার মত ছড়িয়ে ছিটিয়ে থাকা সকল সামাজিক সংস্থাগুলি সমাজের দায়বদ্ধতার কথা মনে করে এগিয়ে এসে যদি এ সকল সামাজিক কাজে অংশ গ্রহণ করে তাহলে মুখ্যমন্ত্রীর স্বপ্ণ এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা অবশ্যই বাস্তবায়িত হবে৷ অনুষ্ঠানে শম্ভুনাথ রক্ষিত এ ধরনের সামাজিক দায়বদ্ধতা নিয়ে এগিয়ে এসে দুঃস্থদের পাশে দাঁড়ানোয় তিনি সুভাত এর সদস্যদের ধন্যবাদ জানান৷