সাতসকালে মহারাজগঞ্জ বাজারে উচ্ছেদ অভিযান পুর নিগমের টাস্ক ফোর্সের

নতুন প্রতিনিধি, আগরতলা, ৩০ ডিসেম্বর ৷৷ রাজধানী আগরতলা শহরের প্রধান বাণিজ্য কেন্দ্র মহারাজগঞ্জ বাজারে সোমবার সাতসকালে আগরতলা পুরনিগমের টাস্কফোর্স বাহিনী অভিযান চালিয়ে বেশকিছু বেআইনি নির্মাণ ও দোকানপাট ভেঙে গুড়িয়ে দিয়েছে৷ পর্যাপ্ত সংখ্যক পুলিশ ও নিরাপত্তা কর্মীদের নিয়ে বোলডোজার দিয়ে বেআইনি নির্মাণ ভেঙে দেওয়া হয়৷ তাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশকিছু সংখ্যক ক্ষুদ্র ব্যবসায়ী৷ ক্ষতিগ্রস্তদের বেশিরভাগই ফল ও সবজি ব্যবসায়ী৷ রাজধানী আগরতলা শহরকে স্মার্টসিটিতে পরিণত করার লক্ষ্যে কাজ পুরোদমে এগিয়ে চলেছে৷ শহর এলাকার বেআইনিভাবে সরকারি জায়গা দখল করে যারা ব্যবসা চালাচ্ছে তাদের দোকানপাট ভেঙে দেওয়া হচ্ছে৷ এরই অঙ্গ হিসেবে সোমবার সাতসকালে বোলডোজার নিয়ে আগরতলা পুরনিগমের সেন্ট্রাল জোনের টাস্কফোর্স বাহিনী অভিযান চালায় মহারাজগঞ্জ বাজারে৷ মহারাজগঞ্জ বাজারের বেআইনি নির্মাণকারীদের আগেই নোটিশ দেওয়া হয়েছিল৷ মৌখিকভাবেও তাদেরকে দোকানপাট সরিয়ে নিতে বলা হয়েছিল৷ কিন্তু তাতে কর্ণপাত করেনি জবরদখলকারী একাংশ ব্যবসায়ী৷ সে কারণেই সোমবার সকালে বেআইনি জবরদখলকারীদের বিরুদ্ধে অভিযানে নামে টাস্কফোর্স বাহিনী৷ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, অনেক আগে তাদের বলা হয়েছিল দোকানপাট অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য৷ সাম্প্রতিককালে কোন ধরনের নোটিশ পাঠানো হয়নি বলে অভিযোগ ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?