নতুন প্রতিনিধি, জিরানীয়া, ৩০ ডিসেম্বর৷৷ আসাম-আগরতলা জাতীয় সড়কে রাণীরবাজারের কড়ইবন এলাকায় প্রচুর পরিমাণ গাঁজা সহ পুলিশ ছয়জনকে আটক করেছে৷ জানা যায়, এসডিপিও সুমন মজুমদারের নেতৃত্বে রাণীরবাজার থানার পুলিশ এই সফল অভিযান চালায়৷ উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য পাঁচলক্ষাধিক টাকা৷ একটি বুলেরো গাড়ি এবং একটি ওয়াগন আর গাড়ি করে গাঁজাগুলি নিয়ে যাবার চেষ্টা করছিল৷ পুলিশ যে ৬জনকে আটক করেছে তারা হলো, খোয়াইয়ের সুভাষপার্ক এলাকার মণিষ পাল, আগরতলার পূর্ব প্রতাপগড়ের অসিম লোধ৷ লেফুঙ্গার রাধাকৃষ্ণ পাড়ার মনু দেববর্মা, আগরতলা যোগেন্দ্র নগরের সুভম আচার্য, কবিরাজ টিলার প্রসেনজিৎ দেবনাথ এবং বড় কাঁঠালের কিশোর দেববর্মা৷ তাদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা গৃহীত হয়েছে৷ পুলিশের তৎপরতায় গাঁজা পাচারের চেষ্টা ব্যর্থ হয়েছে৷ এসডিপিও সুমন মজুমদার জানান, এই চক্রে জড়িত অন্যান্যদের খোঁজে বের করার জন্য পুলিশের তৎপরতা অব্যাহত থাকবে৷