নতুন প্রতিনিধি, আগরতলা, ৩০ ডিসেম্বর।। চুরি যাওয়া স্কুটি নিয়ে রাজধানীর বুকে ঘুরে বেড়াচ্ছে চোরের দল। পুলিশ যেখানে নিস্ক্রিয়, খোদ স্কুটির মালিক চুরি যাওয়া স্কুটিকে উদ্ধার করলেন এবং এক জনকে আটক করে পুলিশের হাতে তুলে দিলেন। ঘটনা রবিবার রাতে পশ্চিম আগরতলা থানা এলাকায়। ঘটনার বিবরণে জানা যায় ২২ ডিসেম্বর বিকালে ধলেশ্বর এলাকার বাসিন্দা সাগনিক দেবনাথের স্কুটিটি চুরি হয়ে যায়। তখন সে এন.সি.সি থানায় জিডি এন্ট্রি করে। এক সপ্তাহ অতিক্রান্ত হয়ে যাওয়ার পরও পুলিশ চুরি যাওয়া স্কুটি উদ্ধার করতে ব্যর্থ হয়। এরই মধ্যে রবিবার রাতে শহর থেকে বাড়িতে ফিরার পথে গনরাজ চৌমুহনী পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় সাগনিক দেবনাথ তার স্কুটিটিকে দেখতে পায়। তবে স্কুটিটির নাম্বার প্লেট খুলে ফেলা হয়েছে। সাথে সাথে সাগনিক দেবনাথ স্কুটিটির পিছু ধাওয়া করতে থাকে। রাজবাড়ী প্রাঙ্গণে গিয়ে সাগনিক স্কুটিটিকে আটক করার সাথে সাথে স্কুটি চালক পালিয়ে যায়। তবে স্কুটি চালকের সাথে থাকা একজনকে আটক করতে সক্ষম হয় সে। রাতেই স্কুটি সহ ধৃত যুবককে পশ্চিম আগরতলা থানার পুলিশের হাতে তুলে দেয়। জানা যায় ধৃত যুবকের নাম প্রসেনজিৎ পাল। তার বাড়ি টাউন প্রতাপগড় এলাকায়। এইদিকে স্কুটির মালিক সাগনিক দেবনাথ পুলিশের ভুমিকা নিয়ে প্রশ্ন তোলে। তার প্রশ্ন এক সপ্তাহে চোরের দল শহরের বুকে ৯৯৮ কিলোমিটার তার স্কুটিটি চালিয়েছে। কিন্তু শহরে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কিংবা ট্রাফিক পুলিশের নজরে কেন তা ধরা পড়লো না?