নতুন প্রতিনিধি, নয়াদিল্লি, ৩১ ডিসেম্বর।। ঠাণ্ডা কমবে না, বরং শৈত্যপ্রবাহ বজায় থাকবে রাজধানী দিল্লিতে| এমনই পূর্বাভাস দিয়েছিল কেন্দ্রীয় আবহাওয়া দফতর (আইএমডি)| সেই মতো মঙ্গলবারও প্রবল ঠাণ্ডায় কাঁপল রাজধানী দিল্লি| জাঁকিয়ে ঠাণ্ডা অব্যাহত রয়েছে উত্তর ভারতের বিভিন্ন রাজ্যেও| মঙ্গলবার সকালে দিল্লির লোধি রোড এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩.৭ ডিগ্রি সেলসিয়াস, আয়া নগরে ৪.২ ডিগ্রি সেলসিয়াস এবং পালামে ৪.১ ডিগ্রি সেলসিয়াস| ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা একেবারে কমে যাওয়ায় মঙ্গলবারও বেশ কয়েকটি বিমান ছাড়ার সময় পিছিয়ে যায় দিল্লি বিমানবন্দর থেকে| এছাড়াও ৩৪টি ট্রেন দেরি করে ছাড়ে অথবা বিলম্বে গন্তব্যে পৌঁছয়| আইএমডি জানিয়েছে, মঙ্গলবার ভোর থেকে সকাল পর্যন্ত কুয়াশার চাদরে ঢাকা ছিল দিল্লি-এনসিআর| এছাড়াও পূর্ব উত্তর প্রদেশ, বিহারের বেশ কিছু অংশ, পঞ্জাব, চণ্ডীগড়, পশ্চিম রাজস্থান, হরিয়ানার, পশ্চিম উত্তর প্রদেশ এবং উত্তর-পশ্চিম মধ্যপ্রদেশ কুয়াশার চাদরে ঢাকা ছিল| সকাল ৫.৩০ মিনিট নাগাদ উত্তর প্রদেশের বাহরাইচ, লখনউ এবং গোরক্ষপুরে দৃশ্যমানতা নেমে যায় ২৫ মিটারে, পাটিয়ালা, চুরু, জয়সেলমের, ঝাঁসি, সুলতানপুর, বারাণসী, পাটনা, গয়া এবং পূর্ণিয়ায় দৃশ্যমানতা নেমে যায় ৫০ মিটারে, আম্বালা, চণ্ডীগড়, গগঙ্গানগর, বিকানের, বরেলি, এবং সাতনায় দৃশ্যমানতা ছিল ২০০ মিটার| দিল্লির পাশাপাশি ঠাণ্ডায় জবুথবু অবস্থা পঞ্জাবের লুধিয়ানায়| লুধিয়ানায় বজায় রয়েছে শৈত্যপ্রবাহ| মাত্রাতিরিক্ত ঠাণ্ডায় জনজীবনের হাল বেহাল হয়ে পড়েছে|