নতুন প্রতিনিধি, নয়াদিল্লি, ৩১ ডিসেম্বর।। অবসরের একদিন আগেই, দেশের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ (সিডিএস) নিযুক্ত করা হয়েছে বিদায়ী সেনাপ্রধান বিপিন রাওয়াতকে| প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে সেনা বিষয়ক দফতরের প্রধান হচ্ছেন বিপিন রাওয়াত| ১ জানুয়ারি, বুধবার ভারতের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ পদের দায়িত্বভার গ্রহণ করবেন বিপিন রাওয়াত| সরকারের সঙ্গে সেনাবাহিনীর সংযোগ রক্ষাকারী ‘সিঙ্গল পয়েন্ট অ্যাডভাইজার’ হিসেবে দায়িত্ব পালন করবেন বিপিন রাওয়াত| সরকারকে প্রতিরক্ষা সংক্রান্ত বিষয়ে সমস্ত পরামর্শ দেবে চিফ অফ ডিফেন্স স্টাফ| ১৯৯৯-এর কার্গিল যুদ্ধে ভারতীয় সেনাবাহিনী, বায়ুসেনা ও নৌসেনার পারদর্শিতা খতিয়ে দেখতে একটি কমিটি গঠিত হয়েছিল| সেই কমিটিই প্রথম তিন বাহিনীর উপদেষ্টার এই সুপারিশ করেছিল| চলতি বছর স্বাধীনতা দিবসের বক্তৃতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সর্বপ্রথম এই পদের ঘোষণা করেছিলেন| অবশেষে নতুন বছরের প্রথম দিনই চিফ অফ ডিফেন্স স্টাফ পদের দায়িত্বভার গ্রহণ করবেন বিপিন রাওয়াত| ৩১ ডিসেম্বর, মঙ্গলবার অবসর নিয়েছেন সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত| মঙ্গলবার সকালে সর্বপ্রথম জাতীয় যুদ্ধ মেমোরিয়ালে গিয়ে শ্রদ্ধা জানান বিদায়ী সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত| এরপর সাউথ ব্লকে ফেয়ারওয়েল গার্ড অফ ওনার-এ সম্মানিত করা হয় ভারতের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াতকে| বিদায়-বেলায় বিপিন রাওয়াত বলেছেন, ‘ভারতীয় সেনাবাহিনীর সমস্ত সৈনিক, ভারতীয় সেনাবাহিনীর পদমর্যাদা ও ফাইলের প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই, যে কোনও চ্যালেঞ্জিং পরিস্থিতিতেই যাঁরা অবিচল ছিলেন|’