নতুন বছরের প্রথম দিনই চিফ অফ ডিফেন্স স্টাফের দায়িত্ব নেবেন বিপিন রাওয়াত

নতুন প্রতিনিধি, নয়াদিল্লি, ৩১ ডিসেম্বর।। অবসরের একদিন আগেই, দেশের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ (সিডিএস) নিযুক্ত করা হয়েছে বিদায়ী সেনাপ্রধান বিপিন রাওয়াতকে| প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে সেনা বিষয়ক দফতরের প্রধান হচ্ছেন বিপিন রাওয়াত| ১ জানুয়ারি, বুধবার ভারতের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ পদের দায়িত্বভার গ্রহণ করবেন বিপিন রাওয়াত| সরকারের সঙ্গে সেনাবাহিনীর সংযোগ রক্ষাকারী ‘সিঙ্গল পয়েন্ট অ্যাডভাইজার’ হিসেবে দায়িত্ব পালন করবেন বিপিন রাওয়াত| সরকারকে প্রতিরক্ষা সংক্রান্ত বিষয়ে সমস্ত পরামর্শ দেবে চিফ অফ ডিফেন্স স্টাফ| ১৯৯৯-এর কার্গিল যুদ্ধে ভারতীয় সেনাবাহিনী, বায়ুসেনা ও নৌসেনার পারদর্শিতা খতিয়ে দেখতে একটি কমিটি গঠিত হয়েছিল| সেই কমিটিই প্রথম তিন বাহিনীর উপদেষ্টার এই সুপারিশ করেছিল| চলতি বছর স্বাধীনতা দিবসের বক্তৃতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সর্বপ্রথম এই পদের ঘোষণা করেছিলেন| অবশেষে নতুন বছরের প্রথম দিনই চিফ অফ ডিফেন্স স্টাফ পদের দায়িত্বভার গ্রহণ করবেন বিপিন রাওয়াত| ৩১ ডিসেম্বর, মঙ্গলবার অবসর নিয়েছেন সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত| মঙ্গলবার সকালে সর্বপ্রথম জাতীয় যুদ্ধ মেমোরিয়ালে গিয়ে শ্রদ্ধা জানান বিদায়ী সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত| এরপর সাউথ ব্লকে ফেয়ারওয়েল গার্ড অফ ওনার-এ সম্মানিত করা হয় ভারতের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াতকে| বিদায়-বেলায় বিপিন রাওয়াত বলেছেন, ‘ভারতীয় সেনাবাহিনীর সমস্ত সৈনিক, ভারতীয় সেনাবাহিনীর পদমর্যাদা ও ফাইলের প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই, যে কোনও চ্যালেঞ্জিং পরিস্থিতিতেই যাঁরা অবিচল ছিলেন|’

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?