নতুন প্রতিনিধি, নয়াদিল্লি, ৩১ ডিসেম্বর।। মঙ্গলবার সেনাপ্রধানের পদ থেকে অবসর নিলেন জেনারেল বিপিন রাওয়াত। সেইসঙ্গে এই পদের দায়িত্ব নিলেন জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে। এদিন দেশের ২৮ তম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন তিনি। মঙ্গলবার সকালে বিদায়সম্বর্ধনা গ্রহণ করার পর বিদায়ী সেনাপ্রধান বিপিন রাওয়াত বলেন, “পরবর্তী সেনাপ্রধান হিসেবে ভারতীয় সেনাকে উচ্চ শিখরে নিয়ে যাবেন জেনারেল নারাভানে”। প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, বিদায়ী জেনারেল বিপিন রাওয়াত ব্যাটন তুলে দিচ্ছেন উত্তরসূরি জেনারেল নারাভানের হাতে। সেপ্টেম্বরে সেনার উপপ্রধানের দায়িত্ব পেয়েছিলেন জেনারেল নারাভানে। এর আগে চিনের সঙ্গে ৪০০০ কিমি দীর্ঘ সিমান্তে ইস্টার্ন কমান্ড-প্রধানের দায়িত্ব সামলেছেন তিনি। জেনারেল নারাভানে নাশ্যানাল ডিফেন্স অ্যাকাডেমি এবং ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমির প্রাক্তনি। ১৯৮০ সালের জুন মাসে শিখ লাইট ইনফ্যান্ট্রি রিজিমের ৭ নং বাহিনীর সদস্য ছিলেন তিনি। দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে দীর্ঘ ৩৭ বছর ভারতীয় সেনার এক অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে কাজ করেছেন তিনি।