নতুন প্রতিনিধি, কৈলাসহর, ৩০ ডিসেম্বর৷৷ কৈলাসহরের সমস্ত টমটম চালক এবং মালিকদের নিয়ে প্রাক্তন বিধায়ক বিরজিত সিনহা, উনকোটি জেলা কংগ্রেস কমিটির সভাপতি মোঃ বদরুজ্জামানের নেতৃত্বে কংগ্রেস দল কৈলাসহর মহকুমা শাসক ডাঃ বিশাল কুমারের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীর নিকট সোমবার দুপুরে এক ডেপুটেশন প্রদান করে৷ জেলা কংগ্রেস সভাপতি মোঃ রদরুজ্জামান হুংকার দিয়ে বলেন, যদি প্রশাসনের তরফ থেকে টমটম চালকদের আরোও এক বছর সময় বৃদ্ধি না করা হয় তাহলে কংগ্রেস দল কৈলাসহরে টমটম চালকদের নিয়ে প্রশাসনের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করবে এবং বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে৷ প্রাক্তন প্রদেশ প্রদেশ সভাপতি বিরজিত সিনহা বলেন, টমটম কোম্পানির তরফ থেকে ঘোষণা দিয়েছে যে, পুরানো টমটম কোম্পানিতে জমা দিলে কোম্পানি কুড়ি হাজার টাকা দেবে৷ বিরজিত বাবু দাবি করেন, প্রশাসনের তরফে অতি শীঘ্রই উদ্যোগ নিয়ে কোম্পানিকে বলতে হবে কুড়ি হাজার টাকার পরিবর্তে পঞ্চাশ হাজার টাকা দেওয়ার জন্য৷ এছাড়া শহরে অবস্থিত প্রতিটি ব্যাঙ্ক থেকে মুদ্রা লোনের মাধ্যমে এক লক্ষ টাকার ব্যবস্থা করে দিতে হবে প্রশাসনকে৷ এই দাবিগুলি যদি রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রমিকদের বেঁচে থাকার জন্য না ভাবেন তাহলে কংগ্রেস বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে৷ এই আন্দোলনের ফলে যদি শহর জুড়ে অস্থিরতা তৈরি হয় তাহলে এর জন্য সম্পূর্ণরূপে প্রশাসন দায়ি থাকবে৷ ডেপুটেশন শেষে বিরজিত সিনহা প্রত্যেক টমটম চালকদের বলেন সবাই এখন যেভাবে রাস্তায় টমটম চালাচ্ছেন ঠিক তেমনি পয়লা জানুয়ারি থেকেও চালাবেন৷ যদি প্রশাসন কোন সমস্যা সৃষ্টি করে তাহলে সঙ্গে সঙ্গেই রাস্তায় নেমে আন্দোলন করা হবে বলে শ্রী সিন্হা জানান৷