নতুন প্রতিনিধি, বিশ্রামগঞ্জ, ২৭ ডিসেম্বর ৷৷সাতসকালে বস্তাবন্দি এক কিশোরের মৃতদেহ উদ্ধার হয়েছে৷ ওই ঘটনায় মৃত কিশোরের এক বন্ধুকে পুলিশ গ্রেপ্তার করেছে৷ তাকে জেরা করেই মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ৷ গত ২১ ডিসেম্বর বন্ধুদের সাথে টাকারজলায় ট্রিং উৎসব দেখতে গিয়েছিল বিশ্রামগঞ্জ আদিবাসী কলোনির বাসিন্দা সঞ্জীব দেববর্মার ছেলে অনিকেত দেববর্মা(১৭)৷ আজ দক্ষিণ চড়িলাম রেল ব্রিজের নিচে নালা থেকে তার বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার হয়েছে৷ পুলিশ জানিয়েছে, বন্ধুদের সাথে ট্রিং উৎসবে গিয়ে আর বাড়ি ফেরেনি অনিকেত দেববর্মা৷ তার বাবা গত ২৪ ডিসেম্বর থানায় নিখোঁজ ডায়েরি করেছিলেন৷ তদন্তে নেমে এলাকাবাসীর সন্দেহে ভিত্তিতে তার বন্ধু সুমন দেববর্মাকে আটক করা হয়েছিল৷ তাকে জিজ্ঞাসাবাদ করেই মৃতদেহের হদিস মিলেছে, জানিয়েছে পুলিশ৷এদিকে ধৃত সুমনের বক্তব্য, ২১ ডিসেম্বর টাকারজলায় ট্রিং উৎসব থেকে ফেরার সময় অনিকেতের সুকটিতে একটি মেয়ে উঠেছিল৷ তাকে বিশ্রামগঞ্জ নামিয়ে দেয় অনিকেত৷ তারপর আমরা সবাই মাইল সুতারমুড়া ৫০ পরিবার এলাকায় মেলায় গিয়েছিলাম৷ সেখান ফেরার সময় অনিকেত অসুস্থতা অনুভব করছিল৷ তাই, তাকে বাসতলি জাঙ্গালিয়ায় নিজ বাড়িতে রেখে বেরিয়ে যাই আমরা, দাবি সুমনের৷ তার আরও দাবি, ২২ ডিসেম্বর গভীর রাতে অনিকেতের মৃত্যু হয়৷ তাই ভয়ে তার দেহ বস্তাবন্দি করে নালায় ফেলে দেই আমরা৷ পুলিশ অবশ্য, সুমনের বক্তব্য সম্পূর্ণ সত্য বলে এখনও মেনে নেয় নি৷ পুলিশের দাবি, ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার এ-বিষয়ে নিশ্চিত হওয়া যাবে৷ বর্তমানে সুমন থানার লকআপে রয়েছে৷