নতুন প্রতিনিধি, ধর্মনগর, ২৮ ডিসেম্বর।। শনিবার সকাল আনুমানিক ৫টা নাগাদ হঠাৎ বিকট শব্দ শুনতে পায় ধর্মনগর রেল স্টেশনে অপেক্ষমাণ যাত্রীরা। এই বিকট শব্দের ফলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ধর্মনগর রেলস্টেশনে মুহূর্তের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তখন রেল স্টেশনে উপস্থিত যাত্রীরা দেখতে পায় ইঞ্জিনের ধাক্কায় ধর্মনগর -শিলচর গামী যাত্রীবাহী ট্রেনের শেষ বগিটি দুমরে মুচড়ে রয়েছে। এইদিন ধর্মনগর স্টেশনের ১ নং লাইনটি খালি ছিল দূরপাল্লার ট্রেনের জন্য। ৩ নং লাইনে ছিলো ধর্মনগর – আগরতলা গামী যাত্রীবাহী ট্রেনটি। মাঝের ২নং লাইনে দাঁড়িয়ে ছিলো ধর্মনগর – শিলচর গামী ট্রেনের বগি গুলি। একটি ইঞ্জিন অনিয়ন্ত্রিত ভাবে দ্রুত গতিতে এসে সজোরে ধাক্কা দেয় দাঁড়িয়ে থাকা রেলের একটি বগিতে। এতে বগিটির শেষাংশ দুমড়ে মুচড়ে যায়। তবে পেছনের দিকে মালবাহী বগি থাকায় যাত্রীরা অল্পতে রক্ষা পায়। ঘটনার খবর পেয়ে সংবাদ সংগ্রহ করতে ছুটে যায় সংবাদ প্রতিনিধিরা। তখন ধর্মনগর রেল স্টেশনে উপস্থিত কতিপয় রেল কর্মী নিজেদের গাফিলতিকে ঢাকতে সংবাদ প্রতিনিধিদের সংবাদ সংগ্রহের ক্ষেত্রে বাধা দান করে। যদিও রেল কর্মীদের হুমকির মুখে সংবাদ প্রতিনিধিরা পিছ পা হয়নি। সংবাদ প্রতিনিধিরা রেল কর্মীদের হুমকির মুখে দাড়িয়ে সংবাদ সংগ্রহ করে। এই ঘটনার ফলে দীর্ঘ প্রায় দুই ঘণ্টা পর ধর্মনগর – শিলচর যাত্রীবাহী ট্রেনটি শিলচরের উদ্যেশে রওয়ানা হয়। তবে এইদিনের ঘটনার পর ফের একবার ধর্মনগর রেল স্টেশনে কর্মরত রেল কর্মীদের ভুমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।