সমবায়গুলির রোজগারের পথ সুুনিশ্চিত করতে সঠিক পরিকল্পনা নিয়ে এগিয়ে আসতে হবে : মুখ্যমন্ত্রীর

নতুন প্রতিনিধি, আগরতলা, ২৭ ডিসেম্বর ৷৷ ত্রিপুরার গ্রামীণ অর্থনীতির বিকাশে মিশ্রচাষ পদ্ধতি অনুসরণ করে চাষের উপর গুরুত্ব আরোপ করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ আজ সচিবালয়ের ১ নং কনফারেন্স হলে সমবায় দপ্তরের বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্মের অগ্রগতি নিয়ে পর্যালোচনাসভায় এ-বিষয়ে অধিক গুরুত্ব দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন তিনি ৷ তাঁর কথায়, কৃষি, মৎস্যচাষ, প্রাণীপালন এবং সমবায় ক্ষেত্রগুলি মানুষকে দ্রুত রোজগারের ব্যবস্থা দিতে পারে ৷ তাই রাজ্য সরকার এই ক্ষেত্রগুলিতে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে ৷ যেসব মৎস্যচাষি মাছচাষের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের মাছচাষের পাশাপাশি হাঁস, প্রাণী এবং পোল্টি পালনের আওতায় নিয়ে আসতে সংশ্লিষ্ট দফতরকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ এইক্ষেত্রে দফতরের ক্ষেত্র পর্যায়ের আধিকারিকদের নির্দিষ্ট লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করার পরামর্শ দেন তিনি ৷ তিনি বলেন, রাজ্যের সার্বিক উন্নয়নে সরকারের গৃহীত উন্নয়নমূলক পরিকল্পনার সাথে সমন্বয় রেখে সমবায় সমিতিগুলিকে নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে কাজ করতে হবে ৷ এইক্ষেত্রে পেশাদারি মনোভাবও রাখতে হবে ৷ তবেই সমবায় সমিতিগুলির সাফল্য আসবে৷এদিন মুখ্যমন্ত্রী বলেন, সমবায়গুলির রোজগারের পথ সুুনিশ্চিত করতে সঠিক পরিকল্পনা নিয়ে এগিয়ে আসতে হবে ৷ রোজগারের সহজতর ক্ষেত্রগুলিকে চিহিণত করে পরিকল্পনা গ্রহণ করতে হবে ৷ প্রয়োজনে সমবায়গুলিকে এক্ষেত্রে বিশেষজ্ঞদের সাহায্য নিতে হবে ৷ তিনি বলেন, কেন্দ্রীয় সরকার অন্যদেশ থেকে আসা ধূপকাঠির উপর বেশি পরিমাণে অন্তঃশুল্ক চাপিয়ে দেওয়ায় রাজ্যে ধূপকাঠি তৈরির সঙ্গে যুক্ত ব্যক্তিদের রোজগারের সুুযোগ সৃষ্টি হয়েছে ৷ এই সুুযোগকে কাজে লাগানোর জন্য সমবায়গুলিকে এগিয়ে আসতে হবে ৷ যেসব জায়গায় বেশি পরিমাণে বাঁশ উৎপন্ন হয় সেখানে বাঁশভিত্তিক শিল্প গড়ে তুলতে সমবায় দফতর গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে ৷ রাজ্যের ধূপকাঠি এবং কুটির শিল্পীদের তাদের উৎপাদিত সামগ্রীর বাজারজাতকরণের উপরও মুখ্যমন্ত্রী গুরুত্ব আরোপ করেন ৷ পর্যালোচনা বৈঠকে রাজ্যের গোমতী মিল্ক প্রডিউসার্স কো-অপারেটিভ ইউনিয়ন লিমিটেডে পেশাদারী বিশেষজ্ঞ নিযুক্ত করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে গোমতী মিল্ক প্রডিউসার্স কো-অপারেটিভ ইউনিয়নের প্রতিনিধিদের তিনি পরামর্শ দেন ৷ রাজ্যের বাজারের সাথে সামঞ্জস্য রেখে দুধের মূল্য নির্ধারণ করার উপর গুরুত্ব আরোপ করেন তিনি ৷ সেইসাথে দুধ সংগ্রহের পাশাপাশি দুধের উৎপাদন বাড়ানোর জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে সংশ্লিষ্টদের বলেন তিনি৷ দুগ্দজাত দ্রব্যের গুণগতমান যাতে বজায় থাকে সেই বিষয়েও নজর রাখা প্রয়োজন বলে মুখ্যমী অভিমত ব্যক্ত করেন ৷ একই সঙ্গে উৎপাদিত দ্রব্যগুলি সতেজ রাখা এবং আকর্ষণীয় প্যাকেজিং-এর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উপর গুরুত্ব আরোপ করেন মুখ্যমন্ত্রী ৷ এদিনের পর্যালোচনা সভায় সমবায় দফতরের নিয়ামক নির্মল অধিকারী দফতরের গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বিস্তারিতভাবে তুলে ধরেন৷ তিনি জানান, সমবায় দফতর রাজ্যের গ্রামীণ এলাকায় বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে কাজ করছে ৷ রাজ্যের ৫৯১টি গ্রামপঞ্চায়েতের মধ্যে ৫৪২টি গ্রামপঞ্চায়েতে একটি করে সমবায় গঠন করা হয়েছে ৷ একই সঙ্গে ৫৮৭টি ভিলেজ কমিটির মধ্যে ৫১০টিতে সমবায় গঠন করা হয়েছে এবং আগামী ২০২০ সালের ৩০ মার্চের মধ্যে সবকটি গ্রামপঞ্চায়েত এবং ভিলেজ কমিটিতে সমবায় গঠনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে ৷ তিনি জানান, ৫৮টি মৎস্য সমবায় এবং ১৫২টি প্রাণীসম্পদ বিষয়ক সমবায় রয়েছে ৷ একই সঙ্গে ৩টি খাদ্য প্রক্রিয়াকরণ সমবায় সক্রিয় রয়েছে৷ এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী রাজ্যেই প্যাকেজিং শিল্প কারখানা গড়ে তোলার বিষয়ে গুরুত্ব আরোপ করেন ৷ এই ক্ষেত্রেও সমবায়গুলি ভূমিকা নিতে পারে বলে তিনি অভিমত ব্যক্ত করেন ৷সমবায় দফতরের নিয়ামক নির্মল অধিকারী আরও জানান, গোমতী মিল্ক প্রডিউসার্স কো-অপারেটিভ ইউনিয়ন লিমিটেড রাজ্যে ৩০টি মিল্ক পার্লার খোলার উদ্যোগ নিয়েছে ৷ সমবায় ক্ষেত্রগুলিতে মহিলা স্বশক্তিকরণের জন্য ৪১৭২টি জয়েন্ট লায়েবিলিটি গ্রপ কার্যকর রয়েছে ৷ এছাড়াও নাবার্ড-র মাধ্যমে ’প্যাক্স’ কম্পিউটারাইজেশন স্কিম’ রূপায়ণ করা হবে৷ এর মাধ্যমে রাজ্যের ল্যাম্পস ও প্যাক্সগুলিকে কম্পিউটার প্রযুক্তি প্রদানের সংস্থান রয়েছে ৷ তিনি জানান, রাজ্যে ১৯২টি দুগ্দ সমবায় চালু রয়েছে৷ এই দুগ্দ সমবায়গুলির মাধ্যমে গোমতী ডেয়ারীকে দুধ সরবরাহ করার উদ্যোগ নেওয়া হয়েছে ৷ এছাড়াও খোয়াই-র তেলিয়ামুড়া মহকুমার কৃষ্ণপুর গ্রামকে সমবায় গ্রাম হিসেবে ঘোষণা করার প্রস্তাব করা হয়েছে ৷ তিনি আরও জানান, রাজ্যে ১২০টি ল্যাম্পস, প্যাক্স এবং অন্যান্য সমবায় সমিতির মাধ্যমে ২০৮টি রেশনশপ চালানো হচ্ছে৷ গ্রামীণ এলাকায় কর্মসংস্থান সৃষ্টির জন্য বিভিন্ন ক্ষেত্রে নতুন ৮০৩টি সমবায় গঠন করা হয়েছে৷ নাবার্ডের আর্থিক সাহায্যে দুটি মোবাইল এ টি এম ভ্যানের সূচনা হয়েছে৷ ব্যাঙ্কের ২২টি শাখায় ই-স্ট্যাম্পিং চালু করা হয়েছে বলে সমবায় নিয়ামক জানান ৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?