সারা দেশের সাথে রাজ্যেও কংগ্রেসের ১৭৫তম প্রতিষ্ঠা দিবস পালিত

নতুন প্রতিনিধি, আগরতলা, ২৮ ডিসেম্বর।। সংশোধিত নাগরিকত্ব আইন এবং এনআরসি কেন্দ্রীয় সরকার এবং বিজেপির বিরুদ্ধে কংগ্রেসের জন্য চাপের রাজনীতির রসদ বলেই মনে হচ্ছে৷ কারণ, প্রতিষ্ঠা দিবসে ওই ইস্যুতেই মাঠ গরম করছে প্রদেশ কংগ্রেস৷ সারা দেশের সাথে ত্রিপুরাতেও আজ কংগ্রেসের ১৭৫তম প্রতিষ্ঠা দিবস পালিত হয়েছে৷ প্রতিষ্ঠা দিবস প্রদেশ কংগ্রেস মূলত মোদি সরকারের বিরুদ্ধেই আন্দোলন তেজি করার সংকল্প নিয়েছে৷ এদিন, আগরতলায় প্রদেশ কংগ্রেস মুখ্য কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলনের পর পূর্বজদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে শপথ বাক্য পাঠ করেন কংগ্রেস কর্মীরা৷ প্রদেশ কংগ্রেস সদর কার্যালয় থেকে এদিন একটি মিছিলও বের হয়েছে৷ মিছিল শেষে পথ সভায় দলের অস্থায়ী সভাপতি পীযুষ কান্তি বিশ্বাস বিজেপি এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছেন৷ কারণ, এদিন কংগ্রেস ভারত বাঁচাও, সংবিধান বাঁচাও এবং গণতন্ত্র বাঁচাও স্লোগান তুলেই ময়দানে নেমেছে৷<br>
এদিন, প্রদেশ কংগ্রেস নাগরিকত্ব সংশোধনী আইন এবং এনআরসির বিরোধিতায় মিছিল সংগঠিত করেছে৷ পথ সভায় প্রদেশ কংগ্রেস অস্থায়ী সভাপতি পীযুষ কান্তি বিশ্বাস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তিনি নিশানা করে দেশে অস্থিরতা সৃষ্টির জন্য তাঁদেরকে বিঁধেছেন৷ পীযুষ কান্তি বিশ্বাসের কথায়, দেশ আজ এক অস্থির পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে৷ দেশে অস্থিরতা কায়েম করার জন্য কেন্দ্রীয় সরকারই দায়ী৷ তিনি বলেন, সংশোধিত নাগরিকত্ব আইন এবং এনআরসি দেশবাসীকে অনিশ্চিয়তার দিকে ঠেলে দিয়েছে৷ ভবিষ্যত চিন্তায় দেশবাসী এখন দিশেহারা হয়ে পড়েছেন৷ তাই, সারা দেশই প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে৷প্রদেশ কংগ্রেস অস্থায়ী সভাপতি ঘোষণা দিয়েছেন, ত্রিপুরায় সংশোধিত নাগরিকত্ব আইন এবং এনআরসির বিরোধিতায় লাগাতর আন্দোলন সংগঠিত করা হবে৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?