নতুন প্রতিনিধি, ধর্মনগর, ২৮ ডিসেম্বর।। অবশেষে নাবালিকা শ্লীলতাহানি অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবি, নির্যাতিতা নাবালিকার পরিবারের নিরাপত্তা ও নাবালিকা পরিবারকে প্রলোভন ও হুমকিতে মামলা প্রত্যাহারের অভিযুক্তদের শাস্তির দাবি চেয়ে সরব হল গ্রামবাসী।১০০ জনের একটি প্রতিনিধিদল প্রথমে নির্যাতিতার বাড়িতে গিয়ে নির্যাতিতার পরিবারের খোঁজখবর নেন এবং তাদের সাথে আছেন বলেও আশ্বস্ত করেন। তারপর বাগবাসা পুলিশ ফাঁড়িতে প্রতিনিধিদলটি লিখিতভাবে নির্যাতিতার পরিবারের নিরাপত্তা, অভিযুক্ত শিক্ষককে পুনরায় গ্রেফতার করে শাস্তি প্রদান ও শিক্ষককে বাঁচাতে দুই বিজেপি নেতার তদন্তক্রমে শাস্তির দাবি জানিয়ে ডেপুটেশন প্রদান করেন। ঘটনার বিবরণে প্রকাশ,গত ২৩ নভেম্বর বাগবাসা বিধানসভা কেন্দ্রের গঙ্গানগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর এক স্কুলছাত্রীকে ডেকে নিয়ে পাশের ক্লাসরুমে শ্লীলতাহানি করেন স্কুলের শিক্ষক নুরুল ইসলাম।নাবালিকা স্কুল ছাত্রী বাড়িতে পৌঁছে মা বাবার কাছে ঘটনাটি খুলে বলে। তারপর ২৫ নভেম্বর স্কুলে ওই গুণধর শিক্ষক আসার পর গ্রামবাসীরা শিক্ষক নুরুল ইসলামকে উত্তম-মধ্যম দিয়ে ঘটনাটি সুবিচার চেয়ে বাগবাসা ধর্মনগর সড়ক অবরোধ করে বসেন।পাশাপাশি নির্যাতিতার মা ধর্মনগর মহিলা থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটির নম্বর হলো WDN/42/19, US:-354/506 IPC And 10 OF POCSO ACT. নির্যাতিতা নাবালিকার মায়ের অভিযোগ পেয়ে পুলিশ গঙ্গানগর স্কুলে পৌঁছে নুরুল ইসলামকে গ্রেপ্তার করে।কিন্তু আশ্চর্যজনকভাবে পাঁচ দিনের মাথায় আদালতে চার্জশীট জমা হয়ে যায়। জামিনে বেরিয়ে আসে গুণধর শিক্ষক নুরুল ইসলাম। তারপর গত ৯ ডিসেম্বর বিকেল বেলা বাগবাসা বিধানসভা কেন্দ্রের বিজেপি মন্ডল সভাপতি সুদীপ দেব এবং মন্ডল সম্পাদক অকিল শুক্লবৈদ্য নির্যাতিতার মায়ের সাথে বাগবাসা স্থিত মিশন টিল্লা বাজারে দেখা করতে বলেন। নির্যাতিতার মা মিশন টিল্লা বাজারে মন্ডল সভাপতি সুদীপ দেব ও মন্ডল সম্পাদক অখিল শুক্ল বৈদ্যের সাথে দেখা করলে উনারা মামলাটি প্রত্যাহারের জন্য চাপ সৃষ্টি করেন এমনটা নির্যাতিতা নাবালিকার মায়ের অভিযোগে।মন্ডল সভাপতি সুদীপ দেব ও সম্পাদক অখিল শুক্লবৈদ্য নির্যাতিতার পরিবারের উপর চাপ সৃষ্টি করে বলেন মামলাটি তুলে নিলে তাদের মোটা অঙ্কের টাকা দেওয়া হবে।অন্যতায় এর পরিমাণ ভুগতে হবে নাবালিকার পরিবারকে। নির্যাতিতার মা মন্ডল সভাপতি ও সম্পাদকের অর্থের প্রলোভন ও হুমকির পড়ুয়া না করে গত ২৩ ডিসেম্বর ঘটনাটি সবিস্তারে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মহোদয়ের কাছে পোস্ট অফিস মারফত চিঠি দিয়ে প্রেরণ করেন। কিন্তু দুই বিজেপি নেতার এহেন কর্মকাণ্ডে আতঙ্কগ্রস্ত হয়ে ভেঙ্গে পড়ে নির্যাতিতার পরিবারটি।নাবালিকা মেয়েটিও ভয়ে স্কুলে যেতে পারছে না। মা অথবা বাবাকে নিয়ে কোনভাবে পরীক্ষায় বসছে কিন্তু প্রতিদিন স্কুলে আসা যাওয়া বন্ধ হয়ে গিয়েছে ওই নাবালিকার।তবে এসকল অভিযোগ ডাহা মিথ্যা ও বিরোধীদের চক্রান্ত বলে দাবি মন্ডল সভাপতি সুদীপ দেব। এদিকে মন্ডল সভাপতি ও মন্ডল সম্পাদক শ্লীলতাহানীর অভিযোগে অভিযুক্ত শিক্ষক নুরুল ইসলামকে বাঁচাতে মাঠে নামায় বাগবাসা বিধানসভা কেন্দ্রে জনগণ ক্ষোভে ফুঁসছেন। অবশেষে বাগবাসা বিধানসভা কেন্দ্রের ৫ টি গ্রামের অর্থাৎ উত্তর গঙ্গানগর, দক্ষিণ গঙ্গানগর, বাগবাসা, শনিছড়া ও কামেশ্বর গ্রাম থেকে ১০০ জনের একটি প্রতিনিধি দল নির্যাতিতা নাবালিকার বাড়িতে যান। নির্যাতিতা বাড়িতে গিয়ে নির্যাতিতার মায়ের সাথে সবিস্তারে আলোচনা করেন। এমনকি সর্বদা নির্যাতিতার পরিবারের সাথে আছেন বলেও গ্রামবাসীরা জানান। গ্রামবাসীদে বক্তব্য,গুণধর শিক্ষক নুরুল ইসলামকে পুনরায় গ্রেফতার করে কঠোর শাস্তি প্রদান প্রদান করা। মন্ডল সভাপতি সুদীপ দেব ও সম্পাদক অখিল শুক্ল বৈদ্যের ধারা নির্যাতিতার পরিবারকে মামলা প্রত্যাহারের জন্য টাকার প্রলোভন প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে তার তীব্র নিন্দা জানিয়ে তদন্তক্রমে মন্ডল সভাপতি ও সম্পাদকের শাস্তির দাবি জানান। এলাকাবাসী জানান যারা রক্ষক তারাই ভক্ষকের ভূমিকা পালন করছে। পাশাপাশি নির্যাতিতার পরিবারের নিরাপত্তা দাবি জানান এলাকাবাসী। এলাকাবাসী আরও জানান আগামী দিনে উনারা উত্তর জেলার পুলিশ সুপারের দ্বারস্থ হবেন। প্রয়োজন পড়লে বৃহত্তর আন্দোলন সংগঠিত করবেন।
নির্যাতিতার পরিবারের খোঁজখবর নিয়ে এলাকাবাসী বাগবাসা পুলিশ ফাঁড়িতে লিখিত আকারে একটি ডেপুটেশন মিলিত হন। নির্যাতিতার পরিবারের নিরাপত্তা, অভিযুক্ত শিক্ষক নুরুল ইসলামকে পুনরায় গ্রেফতার করে শাস্তি প্রদান করা ও মন্ডল সভাপতি সুদীপ ও সম্পাদক অখিল শুক্ল বৈদ্যের শাস্তির দাবি জানান। এদিকে বাগবাসা পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক দিপাল রুদ্র পাল গ্রামবাসীকে আশ্বস্ত করেন যে, বিষয়টুকু উনার উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবগত করবেন এবং বিষয়টুকু উনারা যত্ন সহকারে দেখবেন।