নতুন প্রতিনিধি, আগরতলা, ২৭ ডিসেম্বর ৷৷ ক্রেতা দিবস উপলক্ষ্যে শুক্রবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ক্যুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়৷ খাদ্য ও জনসংভরণ দপ্তর এবং সদর মহকুমা প্রশাসন আয়োজিত মেগা ক্যুইজ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাদ্যমন্ত্রী মনোজ কান্তি দেব৷ ক্রেতা দিবস উপলক্ষ্যে আয়োজিত ক্যুইজ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে খাদ্যমন্ত্রী মনোজ কান্তি দেব বলেন, রাজ্য সরকার ক্রেতাদের স্বার্থ সুরক্ষায় নানা পদক্ষেপ গ্রহণ করেছে৷ রাজ্যে রেশনিং ব্যবস্থাকে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে৷ রেশনসপের মাধ্যমে ভোজ্য তেল, সয়াবিন দেবার উদ্যোগ নেওয়া হচ্ছে৷ খাদ্যমন্ত্রী বলেন, বর্তমানে পেঁয়াজের দাম আকাশছোঁয়া৷ এই শুধু রাজ্যের সমস্যা নয়, গোটা দেশের সমস্যা৷ মন্ত্রী বলেন, বাজার নিয়ন্ত্রণের জন্য মহকুমা প্রশাসন মাঠে নেমে কাজ করছে৷ তিনি আরও বলেন, কিছু কিছু ব্যবসায়ী এই সুযোগকে কাজে লাগিয়ে বর্ধিত মূল্য নিচ্ছে বলে অকপট স্বীকার করেন খাদ্যমন্ত্রী৷ এসব বিষয়ে ব্যবস্থা নিতে খাদ্যমন্ত্রী মহকুমা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন৷ বাজারে জিনিসপত্রের গুণগতমান বজায় রাখার উপর গুরুত্বারোপ করেন খাদ্যমন্ত্রী৷ মানুষকে সচেতন করতে রাজ্য সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে বলেও তিনি উল্লেখ করেন৷ ভোক্তারা যাতে কোনভাবেই প্রতারিত না হন সেদিকে দৃষ্টি রাখতে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন খাদ্যমন্ত্রী৷