নতুন প্রতিনিধি, আগরতলা, ২৭ ডিসেম্বর ৷৷ রাজধানী আগরতলা শহর সংলগ্ণ জয়নগরের দশমীঘাট মহাবীর ক্লাব সংলগ্ণ এলাকার এক বৃদ্ধার জলে ভাসমান মৃতদেহ উদ্ধার হয়েছে৷ শুক্রবার সকালে বৃদ্ধার মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ মৃতার নাম সুনীতি আচার্য৷ বাড়ি থেকে কিছুটা দূরে এই ঘটনা৷ পারিবারিক সূত্রে জানা যায়, অন্যান্য দিনের মতোই বৃদ্ধা নাকি ঘরে ঘুমিয়ে ছিলেন৷ সকালে তাদেরই নিকট আত্মীয় ঘরের দরজা খোলা দেখতে পান৷ তাতে সন্দেহ দেখা দেয়৷ ঘরে গিয়ে দেখা যায় বিছানায় লেপ কাঁথা সব পড়ে আছে, কিন্তু ৮০ বছর বয়সী বৃদ্ধা বিছানায় নেই৷ বৃদ্ধার ছেলের শ্বশুর এদিনও প্রতিদিনের মতো ফুল তুলতে গিয়ে বৃদ্ধার ঘরের দরজা খোলা দেখতে পেয়ে মেয়েকে জিজ্ঞাসা করতেই খোঁজাখুঁজি শুরু হয় বৃদ্ধার৷ তিনি প্রথম দেখতে পান মৃতদেহটি বাড়ির পাশের জলাশয়ে হুমড়ি খেয়ে পড়ে আছে৷ তখনই তারা প্রতিবেশীদের ডাকাডাকি করে বিষয়টি জানান৷ খবর দেওয়া হয় দমকল বাহিনীকেও৷ দমকল বাহিনী সেখান থেকে মৃতদেহটি উদ্ধার করে৷ মৃতদেহটি ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে৷ তবে, এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড তা নিয়ে সন্দেহ দানা বাঁধতে শুরু করেছে৷ কেন না, বৃদ্ধার পক্ষে ওই জলাশয়ে যাওয়া কোনভাবেই সম্ভব নয়৷ ঘটনার সঠিক তদন্ত হলে আসল রহস্য অনায়াসে বেরিয়ে আসবে বলে মনে করছেন অনেকেই৷ এ ব্যাপারে পুলিশ একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷