হাতি শাবকের মৃতদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

নতুন প্রতিনিধি, কল্যাণপুর, ২৭ ডিসেম্বর৷৷ কল্যাণপুরের জঙ্গলে এক হাতি শাবকের মৃতদেহ উদ্ধার হয়েছে৷ তবে গ্রামবাসীর আপত্তিতে অন্যত্র নিয়ে গিয়ে ওই হাতি শাবকের মৃতদেহ মাটি চাপা দিতে হচ্ছে৷ নিয়ম অনুযায়ী যেখানে হাতির মৃতদেহ উদ্ধার হয় সেখানেই তাকে মাটি চাপা দিতে হয়৷ কিন্তু, তাতে ভবিষ্যতে ওই এলাকায় হাতির তান্ডব হতে পারে বলে গ্রামবাসীরা আপত্তি জানান ৷ খোয়াই জেলার তেলিয়ামুড়া মহকুমার অধীন কল্যাণপুর থানার দক্ষিণ ঘিলাতলী গ্রাম পঞ্চায়েতের ওয়াতিলং টিলা এলাকায় গভীর জঙ্গলে আজ হাতি শাবকের মৃতদেহ উদ্ধার হয়েছে ৷ তেলিয়ামুড়া রেঞ্জ অফিসার নিরঞ্জন দেবনাথ জানিয়েছেন, হাতির মৃত্যুর পেছনে সংঘর্ষ কিংবা রোগের আক্রমণ কারণ হতে পারে ৷ তবে, গ্রামবাসীদের আপত্তিতে অন্যত্র নিয়ে গিয়ে ওই হাতি শাবকের মৃতদেহ মাটি চাপা দেওয়া হয়েছে ৷নিরঞ্জনবাবু জানিয়েছেন, আজ দুপুর দুইটা নাগাদ হাতি শাবকের মৃতদেহ উদ্ধারের খবর আসে ৷ সঙ্গে সঙ্গে ভেটেরেনারি ডক্টরকে সাথে নিয়ে ঘটনাস্থলে ছুটে গেছি ৷ তিনি বলেন, ভেটেরেনারি ডক্টর ওই হাতি শাবকের মৃতদেহ পরীক্ষা নিরীক্ষা করে জানিয়েছেন, দুটি কারণে তার মৃত্যু হতে পারে ৷ চিকিৎসকের বক্তব্য অনুযায়ী, হাতি শাবকটি পুরুষ জাতির এবং তার বয়স নূ্যনতম ৪ বছর হবে৷ চিকিৎসকের দাবি, দুই হাতির মধ্যে সংঘর্ষে ওই হাতি শাবকের মৃত্যু হয়ে থাকতে পারে ৷ আবার এনথ্রাক্স ভাইরাসের সংক্রমণেও তার মৃত্যু হতে পারে৷ নিরঞ্জনবাবু জানিয়েছেন, এনথ্রাক্স ভাইরাস আক্রান্তদের ময়না তদন্ত করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ৷ কারণ, তাতে রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে৷ তাই, চিকিৎসক ওই হাতির শাবকের নমুনা সংগ্রহ করেছেন ৷নিরঞ্জনবাবু আরো জানিয়েছেন, হাতির শাবকটিকে অন্যত্র নিয়ে গিয়ে মাটি চাপা দেওয়া হয়েছে৷ কারণ, গ্রামবাসী ওই স্থানে হাতির শাবকের মৃতদেহ মাটি চাপা দিতে আপত্তি জানিয়েছেন ৷ গ্রামবাসীদের ধারণা, হাতির শাবকের ঘ্রাণ অন্য হাতিদের ওই এলাকায় টেনে আনবে ৷ তখন হাতির দল গ্রামে তান্ডব চালাবে ৷ ভবিষ্যতে ক্ষয়ক্ষতির আশঙ্কায় গ্রামবাসীরা ওই স্থানে হাতির শাবকের মৃতদেহ মাটি চাপা দিতে আপত্তি জানিয়েছেন ৷ ফলে, অন্যত্র নিয়ে গিয়ে হাতির শাবকটিকে মাটি চাপা দেওয়া হয়েছে ৷ জনৈক গ্রামবাসী হেয়ালি করে বলেন, মৃত্যুর পরও শান্তি পেল না হাতির শাবকটি ৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?