রবীন্দ্র ভবনে বাংলাদেশের বাউল সংগীত সন্ধ্যা ২৯ ডিসেম্বর

নতুন প্রতিনিধি, আগরতলা, ২৭ ডিসেম্বর ৷৷ আগামী ২৯ ডিসেম্বর আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে বাংলাদেশ সহকারী হাই কমিশন আগরতলা অফিসের উদ্যোগে বাউল সংগীত সন্ধ্যার আয়োজন করা হয়েছে৷ বাউল সংগীতানুষ্ঠান সকলের জন্য উন্মুক্ত থাকবে৷ আগরতলায় অবস্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশনার কিরীটি চাকমা শুক্রবার সাংবাদিক সম্মেলনের মাধ্যমে রাজ্যবাসীকে বাংলাদেশের বাউল সংগীতানুষ্ঠান উপভোগ করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে৷ লোক সংসৃকতি বিশেষ করে বাউল সংগীত বাংলাদেশের একটি হাজার বছরের ঐতিহ্য৷ সুজলা-সুফলা নদীমাতৃক বাংলাদেশের এ বাউল সংগীত সমগ্র ভারতবর্ষের সকল বাংলা ভাষা-ভাষি মানুষকে আন্দোলিত করে, আবেগ প্রবণ করে তুলে৷ এ সংগীতের মাধ্যমে চিন্তাশীল মননে অসাম্প্রদায়িকতা, নিজের অস্তিত্ব এবং স্রষ্টাকে খোঁজার এক বিশেষ প্রয়াস পরিলক্ষিত হয়৷ বাংলাদেশ সহকারী হাই কমিশন বাংলাদেশের মাঠে- প্রান্তরে, গ্রামে-গঞ্জে ভেসে বেড়ানো মূল ধারার বাউল সুর ত্রিপুরাবাসীর কাছে উপস্থাপনের লক্ষ্যে এক বাউল উৎসবের আয়োজন করতে যাচ্ছে৷বাংলাদেশের মরমী বাউল কবি ফকির লালন শাহ, বাংলা লোক সংগীতের পুরোধা লোক কবি রাধারমন দত্ত, বাউল সম্রাট শাহ আব্দুল করিম এবং হাসন রাজার গান নিয়ে বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় বাউল শিল্পী ওস্তাদ সফি মণ্ডল, বাংলাদেশের ফোক যুবরাজ সৈয়দ আশিকুর রহমান (আশিক), লালন কন্যা বিউটি, ইদ্রিস আনোয়ার পরান সহ একদল বাউল শিল্পী উক্ত বাউল উৎসবে সংগীত পরিবেশন করবেন৷ বাংলাদেশ সহকারী হাই কমিশনার কিরীটি চাকমা বলেন, এ ধরনের অনুষ্ঠানের মধ্য দিয়ে এপাড় ওপাড়ের চিন্তাশীল মনন, অস্তিত্ব ও স্রষ্টাকে খোঁজে পাওয়ার প্রয়াস নেওয়া হয়েছে৷ তাতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মধুময় হয়ে উঠবে বলে তিনি আশা ব্যক্ত করেন৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?