নতুন প্রতিনিধি, কাঞ্চনপুর, ২৮ ডিসেম্বর।। বিক্রির জন্য নিয়ে যাওয়ার সময় ১২টি কুকুর সহ দুইজনকে আটক করেছে পুলিশ। প্রত্যেকটি কুকুর দুই থেকে আড়াই হাজার টাকায় বিক্রির জন্য স্থির হয়েছিল, পুলিশের জিজ্ঞাসাবাদে জানিয়েছেন ওই দুই যুবক।উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুর থানার ওসি পরিতোষ দাস জানিয়েছেন, গভীর রাতে পাচারের সময় কুকুর সহ দুই জন পুলিশের জালে ধরা পড়েছে। তিনি জানান, গতকাল গভীর রাতে জয়শ্রী আউটপোস্ট এলাকায় বিভিন্ন গাড়িতে তল্লাশি চালানো হচ্ছিল। ওই সময় টিআর-০৩এইচ-০২৯৪ নম্বরের একটি দ্রুত বেগে নাকা পয়েন্ট অতিক্রম করে যেতে চাইছিল। তখন গাড়িটি থামিয়ে তল্লাশি করেছি। তাতে ১২টি কুকুর উদ্ধার হয়েছে, বলেন তিনি। পরিতোষবাবু বলেন, গাড়িতে চালক সহ আরো এক যুবক ছিল। দুই জনকেই আটক করা হয়েছে। তিনি জানান, গাড়ির চালক বিজয় জমাতিয়া(২৭) এবং অপর যুবকের নাম নেহানজয় রিয়াং বলে পরিচয় পাওয়া গেছে। কাঞ্চনপুর ওসি-র বক্তব্য, জিরানীয়া থেকে ওই কুকুরগুলি দামছড়ায় বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছিল।তিনি বলেন, পুলিশের জিজ্ঞাসাবাদে প্রত্যেকটি কুকুর দুই থেকে আড়াই হাজার টাকায় বিক্রি স্থির হয়েছিল বলে ধৃতদের কাছ থেকে জানতে পেরেছি। কাঞ্চনপুর থানার ওসি-র কথায় কুকুর পাচারের জন্য তাদের জরিমানা করা হতে পারে। তবে, তারা জরিমানা দিতে না পারলে তাদের আদালতে সোপর্দ করা হবে।