নতুন প্রতিনিধি, গণ্ডাছড়া, ২৬ ডিসেম্বর৷৷ ত্রিপুরার ধলাই জেলা সবচেয়ে বেশি নেশার কবলে রয়েছে৷ তার থেকেও উদ্বেগের হল, জনজাতিরা সবচেয়ে বেশি নেশাগ্রস্থ হয়ে পড়েছেন৷ এ-বিষয়ে সম্পূর্ণ তথ্য রয়েছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ সাথে তাঁর বিস্ফোরক মন্তব্য, বিজেপির দুয়েক জন বিধায়ক নেশার বিরুদ্ধে অভিযান বন্ধ করার জন্য মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করেছিলেন৷ ওই বিধায়কদের কমিশন বন্ধ হয়ে যাবে, তাই নেশা বিরোধী অভিযান থেমে যাক, চাইছিলেন তাঁরা, উষ্মা প্রকাশ করে বলেন মুখ্যমন্ত্রী৷মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আজ দুপুরে ধলাই জেলার গণ্ডাছড়া মহকুমার নারায়ণপুর ভিলেজের মগ পাড়া পরিদর্শনে আসেন৷ এলাকা পরিদর্শনের আগে মুখ্যমন্ত্রী সরমা ভিলেজের কবিগুরু রবীন্দ্রনাথ মতি বিদ্যাভবন মাঠে চানমোহন ত্রিপুরার তৃতীয় মৃত্যবার্ষিকী উপলক্ষে আয়োজিত শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন৷ সেই সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংসদ রেবতী ত্রিপুরা, বিধায়ক পরিমল দেববর্মা, খাদি ও গ্রামোদ্যোগ পর্ষদের চেয়ারম্যান রাজীব ভট্টাচার্য প্রমুখ৷
ওই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, এডিসিকে শক্তিশালী করার জন্য রাজ্য সরকার উদ্যোগ নিয়েছে৷ এডিসিকে অতিরিক্ত অর্থ বরাদ্দের জন্য কেন্দ্র সরকারের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে৷ তিনি আরও বলেন, ত্রিপুরায় রেগায় কাজ বেড়েছে৷ গত ২০ মাসের মধ্যে গ্রামোন্নয়ন দপ্তরের বিভিন্ন পরিকল্পনা সঠিকভাবে রূপায়ণের জন্য রাজ্যকে ১৩টি বিভিন্ন ক্যাটাগরির পুরস্কারে ভূষিত করা হয়েছে৷ যা এক কথায় অনন্য৷ তিনি বলেন, বর্তমানে রাজ্যে দুর্নীতি হ্রাস পেয়েছে৷ মহিলাদের উপর উৎপীড়ন ১০ শতাংশ কমেছে৷ ৩৫০ জন নেশাকারবারী জেলে রয়েছে এবং এদের বিরুদ্ধে ৬২০টি মামলা গ্রহণ করা হয়েছে৷ এসব তথ্য এক সুুন্দর ও শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার ক্ষেত্রে রাজ্য সরকারের অঙ্গীকারকেই প্রকাশ করে৷ মুখ্যমন্ত্রী এদিন বলেন, ধলাই জেলার জনজাতি যুব সমাজ নেশার জন্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছেন৷ তাঁর দাবি, ধলাই জেলা গোটা ত্রিপুরার মধ্যে সবচেয়ে বেশি নেশা কবলিত জেলা হিসেবে প্রমাণিত হয়েছে৷ তাঁর কাছে এ-সম্পর্কিত তথ্য রয়েছে বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন, ত্রিপুরায় সরকার পরিবর্তন হওয়ার পর এনডিপিএস ধারায় ৩৫০ জন জেলে রয়েছেন৷ তাছাড়া ৬২০ মামলা বিভিন্ন থানায় রুজু হয়েছে৷ এমনকি নেশা বিরোধী অভিযানে পুলিশ অধিকারিককেও রেহাই দেওয়া হয়নি৷ তাঁর দাবি, নেশাদ্রব্য পাচারের সাথে যুক্ত পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে৷ অথচ, বামফ্রন্টের জমানায় তারা অবাধে ঘুরে বেড়াতেন৷ কোন মামলা হয়নি তাদের বিরুদ্ধে৷ মুখ্যমন্ত্রী এদিন উষ্মা প্রকাশ করে বলেন, তাঁর দলের দুয়েক জন বিধায়ক নেশার বিরুদ্ধে অভিযান বন্ধ করার জন্য অনুরোধ জানিয়েছিলেন৷ তাঁদের দাবি, নেশা বিরোধী অভিযান বন্ধ না হলে ত্রিপুরায় ১০০০ কোটি টাকার ব্যবসা নষ্ট হয়ে যাবে৷ তাতে, ত্রিপুরার প্রচন্ড ক্ষতি হবে৷ মুখ্যমন্ত্রী বিদ্রুপ করে বলেন, এমন মানুষও ত্রিপুরায় বিধায়ক হয়ে বসে আছেন৷ তাঁরা চাইছেন অবৈধ ব্যবসা চালু থাকুক৷ তবেই, তাঁরা ওই ব্যবসা থেকে কমিশন আদায় করতে পারবেন৷ মুখ্যমন্ত্রীর সাফ কথা, আমার সেই কমিশন চাই না৷ কারণ, ত্রিপুরা সরকার রাজ্যের যুবক-যুবতীদের উজ্জ্বল ভবিষ্যৎ রচনার দিশায় কাজ করছে৷এদিকে, গণ্ডাছড়ার জলাভূমিকে কাজে লাগিয়ে স্থানীয়দের রোজগারের ব্যবস্থা করা হবে বলেও তিনি জানিয়েছেন৷ সভা শেষে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব নারায়ণপুর ভিলেজের মগ পাড়া পরিদর্শন করেন৷ পরিদর্শনকালে তিনি স্থানীয় বাসিন্দা মাচাথই মগ, সব্জি বিক্রেতা সানথাই ত্রিপুরার সাথে কথা বলেন এবং তাদের বিভিন্ন অভাব অভিযোগের কথা শোনেন৷ পরে তিনি ধনমোহন ত্রিপুরার বাড়িতে যান এবং বিভিন্ন বিষয়ে বিস্তৃত খোঁজখবর নেন৷ সেখান থেকে তিনি দুর্বাজয় চৌধুরী পাড়া হাইসুকলের প্রধান শিক্ষক থুইসা মগের বাড়িতেও গিয়েছেন৷