বিদ্যালয়ের মূল ফটকে তালা, ছাত্র-ছাত্রীদের পরীক্ষা, অনুপস্থিত প্রধান শিক্ষক

নতুন প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৬ ডিসেম্বর ৷৷ ঘড়ির কাঁটাতে সকাল ৬টা পেরিয়ে ৮টা বাজলেও বিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলছে৷ বিদ্যালয়ে এল না প্রধান শিক্ষক৷ অথচ বৃহস্পতিবার থেকে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের পরীক্ষা৷ কলি যুগের শিক্ষা ব্যবস্থা যে তথৈবচ৷ ক্ষোভে ফুঁসছে এলাকার অভিভাবক মহল৷ ঘটনা তেলিয়ামুড়া থানাধীন মেথরাই রিয়াংবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রাথমিক বিভাগে৷  বৃহস্পতিবার বিদ্যালয়ের প্রাথমিক বিভাগের ছাত্র-ছাত্রীদের পরীক্ষা ছিল৷ সেই সুবাদে ছাত্র-ছাত্রীরা সকাল ৬টা নাগাদ সুকলে এসে দেখতে পায় বিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলছে৷ ঘড়িতে ৬টা পেরিয়ে ৮টা৷ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকরা পরে প্রধান শিক্ষক উদয় কলই এর বাড়িতে গিয়ে প্রত্যক্ষ করে তিনি মদমত্ত অবস্থায়৷ পরে অন্যান্য শিক্ষকরা বিদ্যালয়ের চাবি এনে তালা খুলে সকাল ৮টা থেকে পরীক্ষা নেয়৷ এ ব্যাপারে বিদ্যালয়ের এসএমসি কমিটির চেয়ারম্যান জানান, প্রধান শিক্ষকের মোবাইল ফোনের সুইচড অফ করে বেহদিশের মতো নিদ্রায় মগ্ণ মদমত্ত অবস্থায়৷ অন্যদিকে তেলিয়ামুড়া বিদ্যালয় পরিদর্শক জানান, প্রধান শিক্ষক মদমত্ত থাকার কোন প্রমাণ মিলেনি৷ তবে তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?