নতুন প্রতিনিধি, আগরতলা, ২৭ ডিসেম্বর।। শহর জুড়ে চলছে স্মার্ট সিটির কাজ। আর এই কাজে গতি আনা হয়েছে। শহর জুড়ে চলা এই কাজ ইতিমধ্যেই নজর করেছে সকলের। আধুনিক হবে শহর। সময়ের কথা মাথায় রেখেই এই উদ্যোগ নেওয়া হয়। প্রয়োজন হয়ে পড়েছে রাস্তা প্রসস্ত করার। যানজট মুক্ত করতে এবং শহরের রাস্তা গুলির চাপ কমাতে এই উদ্যোগ গ্রহণ। নিঃসন্দেহে এই উদ্যোগকে সাধুবাদ জানায় নিগমবাসী। এর সুদূর প্রসারি ফল পাবেন সকলে। তবে এই ক্ষেত্রে রাস্তা প্রসস্ত করতে গিয়ে বৃক্ষ ছেদন চলছে শহরের বিভিন্ন স্থানে। কাটা হচ্ছে একের পর এক গাছ। একদিকে বৃক্ষ রোপণে গুরুত্ব আরোপ করা হলেও সেই সময় দাড়িয়ে এভাবে বৃক্ষ ছেদন নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছে। বিকল্প কোন ভাবে এই রাস্তা প্রসস্ত করনের কাজ করা যেত কিনা এই নিয়েও রয়েছে গুঞ্জন। রাজধানীর উত্তর গেইট এলাকা থেকে মরা চৌমুহনীর পর এবার ফায়ার ব্রীগেড চৌমুহনী থেকে আখাউড়া গোল চক্কর পর্যন্ত রাস্তার দুপাশে থাকা একাধিক গাছ কাটার প্রক্রিয়া চলছে বিগত বেশ কয়েকদিন যাবৎ। অনেক দোকান দারকে গাছ কাটার জন্য দোকান সরিয়ে নেওয়ার নির্দেশও দেওয়া হয়। স্থানীয়দের বক্তব্য এখনো পর্যন্ত ধাপে ধাপে প্রায় ৫০ টির উপর গাছ কাটা হয়েছে এই সড়কে। এই প্রক্রিয়া চলছে। তবে কেন কাটা হচ্ছে এই বিষয়ে সঠিক করে কিছুই জানেনা স্থানীয়রা। আগামী দিনে এর বিকল্প হিসাবে কোন গাছ লাগানো হবে কিনা তা নিয়েও সন্দিহান তারা। আখাউড়া রোডের দুপ্রান্তের গাছ খালি করে দেওয়া নিয়ে চিন্তিত স্থানীয় বাসিন্দারা। পরিবেশ , প্রকৃতি এবং এলাকার মানুষের স্বার্থ বজায় রাখা হোক এই দাবি উঠেছে স্থানীয় মহল থেকে।