নতুন প্রতিনিধি, আগরতলা, ২৫ ডিসেম্বর৷৷ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বড়দিনের উৎসবে মেতে উঠেছে৷ ত্রিপুরায় যীশু খ্রিস্টের জন্মদিন উৎসবের মেজাজে পালিত হচ্ছে৷ মরিয়ম নগরে গির্জায় আজ সকাল থেকেই ভিড় লক্ষ্য করা গেছে৷ এছাড়াও বিকেল গড়াতেই আগরতলায় বিভিন্ন বেকারিতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে৷ প্রিয়জনদের বড়দিন উপলক্ষ্যে কেক খাওয়ানোর রেওয়াজ ত্রিপুরাতেও পালিত হচ্ছে৷ মূলত, খ্রিস্টানদের এই উৎসবে ত্রিপুরায় হিন্দু-মুসলিম-বৌদ্ধ সকল ধর্মের মানুষ সামিল হয়েছেন৷এদিন মরিয়নমনগরের গির্জায় বিশপ ডুমেন মন্টেরো বলেন, বড়দিন উপলক্ষ্যে সকালে প্রার্থনা হয়েছে৷ তাছাড়া, যীশু খ্রিস্টের জন্মদিনকে ঘিরে নানা আলোকসজ্জা ও মেলার আয়োজন করা হয়েছে৷ গির্জাচত্বরে মেলায় রকমারি সামগ্রী স্টল বসেছে৷ তিনি জানান, বহু বাড়িঘরে বড়দিন উপলক্ষ্যে বাহারি খাবারের আয়োজন করা হয়েছে৷ মেলায় ওই খাবার সাজিয়ে বসেছেন বিক্রেতারা৷ তিনি বলেন, সন্ধ্যা হতেই মানুষের ভিড় ক্রমশ বাড়তে থাকবে৷ প্রতিবছরই মরিয়মনগর গির্জায় ভিড় লক্ষ্য করা যায়৷ এদিকে, রাজ্যের বিভিন্ন প্রান্তে গির্জায় যীশু খ্রিস্টের জন্মদিন ধুমধামে পালন করা হচ্ছে৷ আগরতলায় বেকারিগুলিতে কেক বিক্রির ধুম পড়েছে৷ নামী দোকানগুলিতে ক্রেতাদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে৷