বিয়ের মেহেন্দি হাত থেকে উঠার আগেই স্বামীর ঘর ছেড়ে পালিয়ে গেলেন নববধূ

নতুন প্রতিনিধি, ধর্মনগর, ২৫ ডিসেম্বর৷৷ বিয়ের মেহেন্দি হাত থেকে উঠার আগেই স্বামীর ঘর ছেড়ে পালিয়ে গেলেন নববধূ৷ ঘটনা ধর্মনগর থানার অধীন পশ্চিম চন্দ্রপুর গ্রামে৷ পলাতক স্ত্রীর সন্ধান দিতে শেষ পর্যন্ত থানার দ্বারস্থ হলেন স্বামী৷ পুলিশও বিভিন্ন জায়গায় খোঁজ খবর করেছে৷ কিন্তু, চবিবশ ঘন্টা অতিক্রান্ত হওয়ার পরও কোন হদিশ নেই নববধূর৷সংবাদে প্রকাশ, পশ্চিম চন্দ্রপুরের রণবীর আচার্য্যের সাথে কিছুদিন আগে বিয়ে হয়েছিল আসামের কাছারের উদারবন গ্রামের ইস্টামপুর পাড়ার অমল আচার্য্যের মেয়ে কৃষ্ণা আচার্য্যের বিয়ে হয়েছিল৷ সামাজিক রীতি মেনেই এই বিয়ে হয়৷ মঙ্গলবার, ভোরে নববধূ কৃষ্ণা প্রাকৃতিক কাজ করার নামে ঘর থেকে বের হতে চেয়েছিল৷ তখন, নববধূর শাশুড়ি জানায় যে ঘরের মধ্যেই প্রাকৃতিক কাজের সমস্ত ব্যবস্থা রয়েছে৷ কিন্তু, কোনও না কোনও ভাবে কৃষ্ণা ঘর থেকে বেরিয়ে যায় পরিবারের লোকজনের অজান্তে৷ সেই যে বেরিয়ে গেল আজও তার কোনও হদিশ নেই৷এদিকে, সকালে ঘুম থেকে উঠে বাড়ির লোকজন যখন নববধূকে বাড়িতে দেখতে পাননি, তখন সাথে সাথেই রণবীর ফোন করেন তাঁর শ্বশুর বাড়িতে এবং কৃষ্ণা বাড়ি থেকে পালিয়ে যাওয়ার বিষয়টি জানান৷ তখন রণবীরের শ্বশুর অমল আচার্য্য জানায় যে কৃষ্ণা বাপের বাড়িতেও আসেনি৷ তারপরই শুরু হয়ে যায় অন্যান্য জায়গায় আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজখবর৷ কোথাও কোন হদিশ না পেয়ে শেষে স্বামী রণবীর আচার্য্য বিষয়টি ধর্মনগর থানায় জানান৷ ধর্মনগর থানার পুলিশ একটি মিসিং ডায়েরি নিয়ে তথ্য অনুসন্ধান শুরু করেছে৷এদিকে, রণবীর জানিয়েছেন, বিয়ের পরদিন থেকেই দুটি নম্বর থেকে স্ত্রী কৃষ্ণার মোবাইলে কল আসত৷ দীর্ঘসময় কথাও বলত স্ত্রী৷ রণবীর ভেবেছিলেন হয়তো বাপের বাড়ির কারোর সাথে নববধূ কথা বলে৷ কিন্তু, পালিয়ে যাওয়ার পর রণবীর আশঙ্কা করছেন স্ত্রীর কারো সাথে প্রণয়ের সম্পর্ক ছিল৷ হয়তো সেই প্রেমিকের কাছেই চলে গিয়েছে স্ত্রী৷ যে দুটি নম্বর থেকে কল আসত কৃষ্ণার কাছে সেগুলি বর্তমানে সুইচ অফ অবস্থায় রয়েছে৷ এদিকে, বিয়ের কয়েকদিনের মধ্যেই স্বামীর সংসার ছেড়ে নববধূর পালিয়ে যাওয়ার ঘটনায় গোটা পশ্চিম চন্দ্রপুর গ্রামে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?