অটলজির অভাব কেউই পূরণ করতে পারবেন না : বিপ্লব কুমার দেব

নতুন প্রতিনিধি, আগরতলা, ২৫ ডিসেম্বর৷৷ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হল প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীকে৷ আজ তাঁর ৯৫-তম জন্মজয়ন্তী সারা দেশের সাথে ত্রিপুরাতেও শ্রদ্ধার সাথে পালিত হয়েছে৷ এই উপলক্ষ্যে আজ বিজেপি প্রদেশ সদর কার্যালয়ে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল৷ বিজেপি কর্মীরা ওই রক্তদান শিবিরে অংশ নিয়েছেন৷ এছাড়াও ত্রিপুরার বিভিন্ন প্রান্তে অটলবিহারী বাজপেয়ীকে শ্রদ্ধা জানিয়েছেন বিজেপি কর্মীরা৷এদিন, বিজেপির সমস্ত মণ্ডলে দলীয় পতাকা উত্তোলন করে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন দলীয় কর্মী সমর্থকরা৷ বিজেপি প্রদেশ মুখ্য কার্যালয়ে রক্তদান শিবিরে ত্রিপুরার মুখ্যমন্ত্রী তথা প্রদেশ বিজেপি সভাপতি বিপ্লব কুমার দাস প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর স্মৃতিচারণ করেন৷ তিনি বলেন, দেশের উন্নয়নে সড়ক যোগাযোগের গুরুত্ব অপরিসীম৷ অটলজি আমাদের সেই দিশা দেখিয়েছিলেন৷ তাঁর জমানায় প্রধানমন্ত্রী সড়ক যোজনা সমগ্র দেশকে এক সুতায় বেঁধেছিল৷ তিনি বলেন, অটলজির দূরদর্শিতায় প্রমাণ করেছে সড়ক যোগাযোগ দেশের উন্নয়নে সবচেয়ে গুরুত্বপূর্ণ৷বিপ্লব দেবের কথায়, ভারতে অটলবিহারী বাজপেয়ীর মতো নেতা দ্বিতীয় কেউ হতে পারেননি৷ ব্যক্তি হিসেবে এবং নেতৃত্ব দিতে গিয়ে অটলজি প্রতিটি ক্ষেত্রে কৃতিত্বের নজির স্থাপন করেছেন৷ তিনি জনগণের আস্থা এবং ভালোবাসা অর্জন করতে পেরেছেন৷ তাই, আজও তাঁকে সমগ্র দেশবাসী শ্রদ্ধার সাথে স্মরণ করে থাকেন৷ ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলেন, অটলজির অভাব কেউই পূরণ করতে পারবেন না৷ তবে, তাঁর দেখানো পথে এগিয়ে চলে ভারতকে শ্রেষ্ঠত্বের দিকে নিয়ে যেতে বিজেপি কর্মীরা বদ্ধপরিকর৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?