নতুন প্রতিনিধি, গন্ডাছড়া, ২৬ ডিসেম্বর।। সংশোধিত নাগরিকত্ব আইনকে ঘিরে ত্রিপুরায় সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়িয়ে দেওয়ার পেছনে সিপিএমকে দায়ী করেছেন সাংসদ রেবতি ত্রিপুরা৷ তিনি উষ্মা প্রকাশ করে বলেন, নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায় ত্রিপুরায় হিংসার পেছনে সিপিএমের উস্কানি রয়েছে৷ বিশেষ করে উপজাতি মহল্লায় সিপিএমের এই নেতিবাচক ভূমিকা প্রকট হয়েছে৷ বৃহস্পতিবার গন্ডাছড়ায় প্রয়াত বিজেপি কর্মী চানমোহন ত্রিপুরার তৃতীয় মৃত্যুবার্ষিকীতে আয়োজিত সভায় এইভাবেই বিরোধী দল সিপিএমকে চাচাছোঁলা ভাষায় বিধেঁছেন রেবতি ত্রিপুরা৷ সাংসদের কথায়, চানমোহন ত্রিপুরার মৃত্যুর জন্য সিপিএম দায়ী৷ এখন তারা ক্ষমতা হারিয়ে রাজ্যের শান্তির পরিবেশ নষ্ট করতে চাইছে৷ রেবতি ত্রিপুরা বলেন, নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে ত্রিপুরায় উপজাতিদের মন বিষিয়ে তুলেছে সিপিএম৷ ফলে, ত্রিপুরায় জাতি-উপজাতির মধ্যে বিদ্বেষের মনোভাব দেখা দিচ্ছে৷ রেবতি ত্রিপুরা সুর চড়িয়ে বলেন, ত্রিপুরায় জাতি-উপজাতির মধ্যে ঐক্য বজায় থাকুক চাইছে না সিপিএম৷ তাই তারা প্রতিনিয়ত অস্থিরতা কায়েম করে রেখেছে৷ তাঁর দাবি, স্বচ্ছ প্রশাসন ত্রিপুরাকে উন্নতির শিখরে নিয়ে যাবে৷ বিজেপির এই সাফল্যকে সহ্য করতে পারছে না সিপিএম৷ তাই, ঈর্ষায় রাজ্যে সাধারণ জনগণকে নিশানা করেছে সিপিএম৷ জনগণের বিরুদ্ধে চক্রান্ত করছে তারা৷ এদিন রেবতি ত্রিপুরা রাজ্যবাসীকে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সজাগ ও সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন৷