নতুন প্রতিনিধি, আগরতলা, ২৫ ডিসেম্বর৷৷ আজ বিশ্ব চন্দ্রমল্লিকা দিবস৷ এ উপলক্ষ্যে আগরতলাদ্দ সিটি সেন্টার প্রাঙ্গণে চন্দ্রমল্লিকা ফুলের প্রদর্শনী ও প্রতিযোগিতা হচ্ছে৷ ত্রিপুরা ক্রিসেন্থমাম গিল্ড এই প্রদর্শনীর উদ্যোগ নিয়েছে৷ এ-বিষয়ে গিল্ডের প্রতিষ্ঠাতা সদস্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বিশ্বজিৎ সেনগুপ্ত বলেন, ২০ বছর ধরে ত্রিপুরায় বিশ্ব চন্দ্রমল্লিকা দিবস পালন করা হচ্ছে৷ ফুলপ্রেমীদের উৎসাহ বাড়ানোর তাগিদেই এই দিবসটি পালনে আমাদের উদ্বুদ্ধ করেছে৷তাঁর কথায়, পরিবেশ নিয়ে সকলেরই ভাবনা চিন্তা করা উচিত৷ ফুলের প্রতি সকলেরই আকর্ষণ থাকে৷ সেই আকর্ষণকে বাড়িয়ে তোলা আমাদের লক্ষ্য৷ তিনি বলেন, এ বছর প্রদর্শনীতে ৮ ধরনের চন্দ্রমল্লিকা ফুল নিয়ে হাজির হয়েছেন প্রতিযোগীরা৷ মোট ১৩ জন প্রতিযোগী এ বছর প্রতিযোগিতায় অংশ নিয়েছেন৷ তিনি জানান, ২৭ ডিসেম্বর পর্যন্ত চলবে এই প্রদর্শনী৷ বিশ্বজিৎবাবু বলেন, প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার প্রদানের পাশাপাশি চারজনকে সান্ত্বনা পুরস্কার দেওয়া হবে৷ মূলত, ফুলের এই প্রদর্শনীতে উৎসাহ বাড়াতেই চারজনকে সান্ত্বনা পুরস্কার দিচ্ছি আমরা, বলেন তিনি৷ এদিন তিনি জানান, প্রতিবছরের মতো এ বছরও এই প্রদর্শনীর বিপুল সাড়া লক্ষ্য করা যাচ্ছে৷ তাতে স্পষ্ট, ফুলের প্রতি অনেকেরই আগ্রহ রয়েছে৷ তাঁর কথায়, এই প্রদর্শনীতে অংশ নেওয়ার জন্য প্রতিযোগীরা ভীষণ পরিশ্রম করে চন্দ্রমল্লিকা ফুল নিয়ে হাজির হন৷