নতুন প্রতিনিধি, ধর্মনগর, ২৫ ডিসেম্বর৷৷ ইয়াবা পাচারের সময় আগরতলায় চন্দ্রপুর নিবাসী এক যুবক ধর্মনগর রেল স্টেশনে পুলিশের জালে ধরা পড়েছে৷ ১০ হাজার ইয়াবা ট্যাবলেট সহ টিঙ্কু মজুমদারকে উত্তর ত্রিপুরা জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী আটক করেছেন৷ তবে, ইয়াবা ট্যাবলেট সম্পর্কে ওই যুবক কিছু জানেননা বলে পুলিশের কাছে দাবি করেছেন৷ তাকে শিলচরে এক ব্যক্তি প্যাকেটগুলো আগরতলায় পৌঁছে দিতে বলেছিলেন৷ তাতে ইয়াবা ট্যাবলেট রয়েছে তা তিনি জানেন না৷ অবশ্য, তার বক্তব্য পুলিশ বিশ্বাস করতে চাইছে না৷ তবে, তদন্তক্রমে সমস্ত কিছু স্পষ্ট হওয়ার পরই ওই যুবকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বহুপদ চক্রবর্তী৷ধৃত টিঙ্কু মজুমদার পেশায় গাড়ি চালক৷ তাকে ইয়াবা ট্যাবলেট সহ পুলিশ গ্রেপ্তার করেছে৷ এ-বিষয়ে উত্তর ত্রিপুরা পুলিশ সুপার বলেন, গোয়েন্দাদের কাছে আগেই খবর এসেছিল ধর্মনগর স্টেশনে ইয়াবা পাচার হবে৷ সে মোতাবেক আজ স্টেশনে তল্লাশি চালিয়ে টিঙ্কু মজুমদারকে ইয়াবা ট্যাবলেট সমেত আটক করা হয়েছে৷ তার কাছ থেকে ১০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে৷ যার বাজার মূল্য ৫০ লক্ষ টাকা, জানান ভানুপদ চক্রবর্তী৷তিনি আরো জানান, প্রাথমিক জেরায় ওই যুবক দাবি করেছে শিলচরে এক ব্যক্তি তাকে ওই ট্যাবলেটগুলো দিয়েছিলেন৷ ওই যুবকের কথায়, শিলচরে চিকিৎসার জন্য গিয়েছিলাম৷ আগরতলায় ফেরার সময় শিলচর স্টেশনে এক ব্যক্তি ওই প্যাকেটগুলো দিয়ে আগরতলায় পৌছে দেওয়ার অনুরোধ করেছিলেন৷ উত্তর ত্রিপুরা জেলা পুলিশ সুপার জানিয়েছেন, ওই যুবকের কথায় অসংলগ্ণতা রয়েছে৷ কারণ, না জেনে কেন ওই ট্যাবলেটগুলো অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির কাছ থেকে নিলেন তিনি, সেই প্রশ্ণের এখন সঠিক উত্তর পাওয়া যায় নি৷ তিনি জানান, ধৃত যুবকের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা রুজু করা হয়েছে৷