নতুন প্রতিনিধি, আগরতলা, ২৪ ডিসেম্বর৷৷ সংশোধীত নাগরিকত্ব আইনের বিরোধীতায় আবারও রাজ্য কাঁপাতে নামছেন প্রদ্যোত কিশোর দেববর্মণ৷ তবে, এবার নতুন মোড়কে আন্দোলন সারা রাজ্যে ছড়িয়ে দেবেন বলে তিনি ঘোষণা দিয়েছেন৷ দ্য ইন্ডিজিনিয়াস প্রোগ্রেসিভ রিজিওন্যাল এলায়েন্স (তিপ্রা) সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে আজ৷ প্রদ্যোত কিশোর এই সংগঠনের ঘোষণা দিয়ে ৮ জানুয়ারি থেকে লাগাতর আন্দোলনের ডাক দিলেন৷ আজ তিনি বলেন, নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে বিরোধীতায় থেমে যাওয়ার কোনও সুযোগ নেই৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সাথে আলোচনায় কোনও সুরাহা হয়নি৷ তাই, ওই আইনের বিরোধীতায় আন্দোলন ছাড়া আর কোনও পথ খোলা নেই৷ তিনি বলেন, গত ৮ জানুয়ারি মাধববাড়িতে নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধীতায় আন্দোলনে পুলিশের বর্বরতার শিকার হয়েছিলেন আন্দোলনকারীরা৷ তাই, আগামী ৮ জানুয়ারি থেকে ফের সংশোধীত নাগরিকত্ব আইনের বিরোধীতায় সারা রাজ্যে আন্দোলন শুরু করা হবে৷ এদিন তিনি বলেন, অনেকেই মনে করেছিলেন প্রদ্যোত কিশোর নতুন দল গঠন করতে চলেছে৷ ওই অনুমানের কোনও সম্ভাবনা না থাকলেও একটি অরাজনৈতিক সংগঠন গঠন করা হয়েছে৷ তাঁর দাবি, বিভিন্ন রাজনৈতিক দল এবং অরাজনৈতিক ব্যক্তিত্বদের নিয়ে ওই সংগঠনটি গঠন করা হয়েছে৷ তিনি জানান, নয়া সংগঠন তিপ্রা’র ব্যানারেই আগামী দিনে সংশোধীত নাগরিকত্ব আইনের বিরোধীতায় সারা রাজ্যে আন্দোলন সংগঠিত করা হবে৷ আগামী ৮ জানুয়ারী থেকে ওই সংগঠন রাজ্যব্যাপী লাগাতর আন্দোলনে ঝাঁপাবে৷