মুখ্যমন্ত্রীর অনুরোধে ত্রিপুরা থেকে আরও পণ্য বাংলাদেশে যাবে

নতুন প্রতিনিধি, আগরতলা, ২৪ ডিসেম্বর।। ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের অনুরোধের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকার শ্রীমন্তপুর-বিবিরবাজার ল্যাণ্ড কাস্টম স্টেশন (এল সি এস) দিয়ে ১৯টি নতুন দ্রব্য এবং আগরতলা আখাউড়া ইন্টিগ্রেটেড চেক পোস্টের (আই সি পি) মধ্য দিয়ে ১৩টি নতুন পণ্যদ্রব্য ভারত থেকে রপ্তানীর অনুমোদন দিয়েছে৷ বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার রিভা গাঙ্গলি দাস জানিয়েছেন বাংলাদেশের ন্যাশন্যাল বোর্ড অব রেভেনিউ এই মর্মে একটি স্ট্যাটিউটরি রেগুলেটরি অর্ডার (এস আর ও) জারি করেছে৷ এই নতুন তালিকায় যে সমস্ত পণ্য দ্রব্যের অনুমোদন দেওয়া হয়েছে তার অধিকাংশই ত্রিপুরা সরকারের নির্দিষ্ট করা তালিকা থেকে নেওয়া৷
শ্রীমন্তপুর-বিবিরবাজার সীমান্ত দিয়ে যেসব দ্রব্যাদি বাংলাদেশে রপ্তানী করা যাবে সেগুলি হচ্ছে মার্বেল পাথর, বাঁশ, শুকনো মাছ, কাঁচা চামড়া, বিভিন্ন ধরণের মশলা, জিরা, ভূট্টা, সাতকরা, ধূপকাঠি, অর্জন ফুল, (ঝাড়), কাজ বাদাম, কাগজ , চিনি, জেনারেটর, ভাঙা কাচ, চকলেট, বেবি ওয়াইপার, কনফেকশনারি ও বিটুমিন৷ আগরতলা-আখাউড়া সীমান্ত দিয়ে রপ্তানীযোগ্য দ্রব্যের মধ্যে রয়েছে ডাল, শুকনো মাছ, রাবার (কাঁচা), কাজবাদাম, কাগজ, চিনি, জেনারেটর, ভাঙা কাচ, চকলেট, বেবি ওয়াইপার, কনফেকশনারি ও বিটুমিন৷
ত্রিপুরার মধ্যদিয়ে ভারত-বাংলাদেশের বাণিজ্য প্রসারে বাংলাদেশ সরকারের এরূপ সহযোগিতামূলক পদক্ষেপের জন্য ত্রিপুরা সরকার তাদের প্রতি ক’ত’তা জানিয়েছে৷ ত্রিপুরা সরকারের পক্ষ থেকে এক প্রেস বি’প্তিতে এই সংবাদ জানানো হয়েছে৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?