জানুয়ারীর প্রথম সপ্তাহ থেকে রাজ্যব্যাপী আন্দোলন করবে কংগ্রেস

নতুন প্রতিনিধি, আগরতলা, ২৩ ডিসেম্বর৷৷ নতুন বছরের প্রথম দিকে তথা জানুয়ারীর প্রথম সপ্তাহ থেকে রাজ্যব্যাপী আন্দোলন সংগঠিত করবে প্রদেশ কংগ্রেস৷ সিএএ, এনআরসি, নারী সংক্রান্ত অপরাধ, খুন সহ অর্থনৈতিক মন্দা ইত্যাদির প্রতিবাদে এই আন্দোলন কর্মসূচী হাতে নেওয়া হয়েছে বলে জানান প্রদেশ কংগ্রেসের অস্থায়ী সভাপতি পিযুষ বিশ্বাস৷ সোমবার কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলনে শ্রীবিশ্বাস জানান, হরিয়ানা, মহারাষ্ট্রের নির্বাচন দিয়ে স্পষ্ট মানুষ আর এই দলকে চাইছে না৷ কংগ্রেস মুক্ত ভারতের শ্লোগান আজ অতীত৷ যার সদ্য প্রমান ঝাড়খন্ড বিধানসভার নির্বাচন৷ রাজ্যের মানুষ এই নির্বাচনের দিকে তাকিয়ে ছিল৷ সোমবার ঝাড়খন্ড বিধানসভা কেন্দ্রের নির্বাচনের ফলাফল নিয়ে সন্তোষ ব্যক্ত করে এই কথা বলেন পি সি সি-র অস্থায়ী সভাপতি পীযূষ বিশ্বাস৷ তিনি দাবী করেন রাজ্যের কংগ্রেস কর্মীদের মধ্যে নতুন করে জোশ ফিরে এসেছে৷ এই রাজ্যের সরকারের চিরাচরিত ভাবে কটাক্ষ করেন তিনি৷ বেকারত্বের হার দারুন ভাবে বেড়েছে৷ ১০,৩২৩ নিয়ে সরকারের নীরবতা নিয়ে সুর চড়ান তিনি৷ প্রতিশ্রুতি পালন করেনি সরকার৷ স্বাধীনতা থেকে শুরু করে আজ পর্যন্ত মিডিয়ার গুরুত্ব অপরিসীম৷ ভুল ভ্রান্তি হলে ধরিয়ে দেওয়ার আহ্বান জানান পি সি সি-র অস্থায়ী সভাপতি পীযূষ বিশ্বাস৷ এদিন কংগ্রেস ভবনে জেলা, ব্লক ও অন্যান্য সাখা সংগঠন গুলির প্রধান দিয়ে নিয়ে ড্রাফ ভোটার তালিকার উপর পর্যালোচনা করা হয়৷ বাড়ি বাড়ি গিয়ে সমস্ত বিষয়ে তথ্য সংগ্রহ করে তা সম্পর্কে দলকে অবগত করার নির্দেশ দেন পি সি সি-র অস্থায়ী সভাপতি পিযূষ বিশ্বাস৷ আগামী ২৮ ডিসেম্বর জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস৷ সাড়া দেশের সঙ্গে রাজ্যেও বিভিন্ন কর্মসূচী হাতে নেওয়া হয়েছে বলে জানান তিনি৷ ব্যাথা দেওয়ার সরকার বলে কটাক্ষ করেন পি সি সি-র অস্থায়ী সভাপতি পিযূষ বিশ্বাস৷ সি এ এ এবং এন আর সি নিয়ে আগামী দিনে রাজ্য জুড়ে আন্দোলন কর্মসূচী স্থির করতে এদিনের বৈঠকে আলোচনা করা হয়৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?