কাঞ্চনপুর সফরে গিয়ে শান্তি ও সম্প্রীতি রক্ষার আবেদন মুখ্যমন্ত্রীর

নতুন প্রতিনিধি, কাঞ্চনপুর, ২৫ ডিসেম্বর।। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আজ উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুর মহকুমার কাঞ্চনছড়া এডিসি ভিলেজ এবং গছিরামপাড়া এডিসি ভিলেজ পরিদর্শনে আসেন৷ পরিদর্শনকালে মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন উপজাতি কল্যাণমী মেবার কুমার জমাতিয়া, বিধায়ক প্রেমকুমার রিয়াং, অতিরিক্ত সচিব ড. মিলিন্দ রামটেকে, উত্তর ত্রিপুরা জেলাশাসক রাভাল হেমেন্দ্র কুমার, জেলা পুলিশ সুুপার ভানুপদ চক্রবর্তী, মহকুমা শাসক ও বিডিও-গণ উপস্থিত ছিলেন৷ এদিন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব প্রথমে মহকুমার কাঞ্চনছড়া এডিসি ভিলেজের তাকবই হাথাইপাড়া পরিদর্শনে আসেন৷ সেখানে মুখ্যমন্ত্রী পারসেনবতী রিয়াং, বিমানজয় রিয়াং, তাংবতী রিয়াং, বুধেরুং রিয়াং-এর সাথে কথা বলেন এবং তাদের সমস্যা সম্পর্কে অবহিত হন৷ মুখ্যমন্ত্রী তাদের সমস্যাগুলির সমাধানের জন্য সংশ্লিষ্ট আধিকারিকদের প্রয়োজনীয় উদ্যোগ নিতে নির্দেশ দেন৷ তাকবই হাথাইপাড়া থেকে ফেরার পথে মুখ্যমন্ত্রী রবীন্দ্রনগরের জয়দীপ দেবনাথ ও প্রণতিবালা দেবের সাথে কথা বলেন৷<br>
সেখান থেকে গছিরামপাড়া যাওয়ার পথে কাঞ্চনপুর হেলিপ্যাডে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, কাঞ্চনপুর মিশ্র জনবসতি এলাকা৷ এখানকার জাতি-জনজাতি মানুষের মধ্যে সম্প্রীতির এক ঐতিহ্য রয়েছে৷ এই ঐতিহ্যের ধারাকে অক্ষুন্ন রাখতে সব অংশের মানুষকে দায়িত্ব নিতে হবে৷ তিনি বলেন, কাঞ্চনপুর মহকুমার মানুষ শান্তি ও উন্নয়ন চায়৷ শান্তি ছাড়া উন্নয়ন সম্ভব নয়৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এরপর গছিরামপাড়া পরিদর্শনে আসেন৷ গছিরামপাড়ায় বিধায়ক প্রেমকুমার রিয়াং-এর বাড়িতেও যান মুখ্যমন্ত্রী৷ পরে মুখ্যমন্ত্রী আনন্দবাজার থানা প্রাঙ্গণে এলাকাবাসীর সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন৷ মতবিনিময় সভায় স্থানীয় জনসাধারণ তাদের বিভিন্ন সমস্যাগুলি মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরেন৷ মতবিনিময় সভায় মুখ্যমন্ত্রী এলাকায় জাতি-জনজাতি উভয় অংশের মানুষকে শান্তি ও সম্পীতি বজায় রাখার জন্য আহ্বান জানান৷ সাম্প্রতিক এক অপ্রীতিকর ঘটনায় আনন্দবাজারে ক্ষতিগ্রস্ত দোকানগুলিও মুখ্যমন্ত্রী পরিদর্শন করেন৷ তিনি ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের সাথে কথা বলেন এবং ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের রাজ্য সরকারের পক্ষ থেকে সহায়তার আশ্বাস দেন৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?