সেকেরকোটে যুবকের বক্তাক্ত মৃতদেহ উদ্ধার, অস্বাভাবিক মৃত্যুর মামলা

নতুন প্রতিনিধি, আগরতলা, ২৩ ডিসেম্বর৷৷ ফের রাজ্যে এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে৷ সোমবার সাতসকালে সেকেরকোটের চা বাগানের রাস্তার ধারে বছর আঠাশের যুবক তনুজিৎ সরকারের মৃতদেহ উদ্ধার হয়েছে৷ পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়েছে৷ কিন্তু তাঁর নাকে ও কানে রক্তের ছাপ রয়েছে৷ ফলে তনুজিৎকে খুন করা হয়েছে বলেও অনুমান করা হচ্ছে৷আজ সকালে সেকেরকোটে কাঞ্চনমালা চা বাগানের পাশে চৌমুহনিবাজারের লাহোরটিলা এলাকার বাসিন্দা ভূষণ সরকারের ছেলে তনুজিৎ সরকারের মৃতদেহ উদ্ধার হয়েছে৷ চা বাগানের শ্রমিকরা মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন৷ খবর পেয়ে আমতলি থানার পুলিশ ছুটে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জিবি হাসপাতালে পাঠিয়েছে৷ ছেলের মৃতদেহ উদ্ধারের খবর পেয়ে তার বাবা-মা ছুটে আসেন৷মৃতের বাবা ভূষণ সরকার বলেন, রবিবার কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছিল তনুজিৎ৷ রাতে আর বাড়ি ফেরেনি৷ তাঁর কথায়, প্রায় সময় কাজে বেরিয়ে বন্ধুদের বাড়িতেই থেকে যেত সে৷ তাই গতকাল বাড়ি ফিরে না আসায় খোঁজাখুঁজি করিনি৷ তিনি জানান, তনুজিৎ পরিবারের একমাত্র উপার্জনশীল ছিল৷ স্বাভাবিকভাবে পুত্রশোকে দিশেহারা বাবা-মা তাঁদের পরিবার প্রতিপালন কী করে করবেন তা ভাবাচ্ছে৷আমতলির এসডিপিও জানিয়েছেন, সেকেরকোটে রাস্তার ধারে মৃতদেহ পড়ে রয়েছে খবর পেয়ে আমরা ছুটে এসেছি৷ আপাতদৃষ্টিটি ঘটনাটি খুনের বলে মনে হচ্ছে না৷ তাই অস্বাভাবিক মৃত্যুর মামলা নেওয়া হয়েছে৷ কানে এবং নাকে রক্তের ছাপ নিয়ে প্রশ্ণের জবাবে তিনি বলেন, হয়ত রাস্তায় পড়ে গিয়ে রক্ত বেরিয়েছে৷এদিকে তনুজিতের মৃত্যু রহস্যজনক বলে দাবি প্রত্যক্ষদর্শীদের৷ তাঁদের কথায়, মৃতের জুতা এবং মানিব্যাগ মৃতদেহের থেকে অনেকটা দূরে পাওয়া গিয়েছে৷ ফলে প্রাণে বাঁচার অনেক চেষ্টা করেছে তনুজিৎ, এমনটাই মনে হচ্ছে৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?