মহিলাদের সুরক্ষা দেওয়া রাজ্য সরকারের দায়িত্ব : মুখ্যমন্ত্রী

নতুন প্রতিনিধি, আগরতলা, ২২ ডিসেম্বর৷৷ মহিলাদের সুরক্ষা দেওয়া, তাদের স্বরোজগারী হিসেবে তৈরী করা রাজ্য সরকারের দায়িত্ব৷ আমি বলিনা যে সমস্ত কিছু ত্রিপুরাতে ঠিক হয়ে গেছে৷ চল্লিশ পয়তাল্লিশ বছর ধরে ত্রিপুরা বিপরীত দিশায় চলছিল৷ রাজ্যের বিনাশ করা হচ্ছিল৷ আমাকে সেটার সম্পূর্ণ বিপরীত দিশায় রাজ্যকে নিয়ে আসতে হচ্ছে, আমি ঐ লাইনেই হাটছি না৷ আজ সুুকান্ত একাডেমিতে ত্রিপুরা শিশু কল্যাণ পরিষদের উদ্যোগে সর্বভারতীয় অংকন প্রতিযোগিতায় ত্রিপুরার কৃতি শিল্পীদের সম্বর্ধনা অনুষ্ঠানের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব একথাগুলি বলেন৷
তিনি বলেন, মহিলাদের স্বশক্তিকরণের কথা শুধু মুখে বললেই হবে না৷ বাস্তবে কাজ করে দেখাতে হয়৷ আর মহিলাদের স্বশক্তিকরণের কাজটি দেশের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজী ২০১৪ সাল থেকেই করে আসছেন৷ ভারতীয় শিশু কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত সর্বভারতীয় অংকন প্রতিযোগিতায় ২০১৩ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত রাজ্যের সফল ৩০ জন কৃতি শিল্পীকে সম্বর্ধনা প্রদানের আয়োজন করে ত্রিপুরা শিশু কল্যাণ পরিষদ৷ কৃতি শিল্পীদের হাতে মেডেল এবং শংসাপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ উদ্বোধকের ভাষণে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের মহিলাদের সুুরক্ষা ও স্বনির্ভর করার লক্ষ্যে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়ে কাজ করছে৷ আমাদের দেশ হল মাতৃতান্ত্রিক দেশ৷ মায়েদের সম্মান করা এই দেশের একটা পরম্পরা৷ দেশের বর্তমান প্রধানমন্ত্রী ২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনা, উজ্জলা যোজনা, সৌভাগ্য যোজনা, জনধন যোজনা ইত্যাদি প্রকল্প চালু করেছেন তাতে মহিলাদেরই বেশী অগ্রাধিকার দেওয়া হয়েছে৷ এই সব প্রকল্পের মাধ্যমে মহিলাদের স্বশক্তিকরণের জন্য কাজ করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজী৷ মুখ্যমন্ত্রী বলেন, মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে স্বশক্তিকরণ করাই সরকারের অন্যতম দিশা থাকা উচিত৷ পূর্বে মহিলারা আর্থিকভাবে স্বয়ংসম্পর্ণ না হওয়ার কারণে তাদেরকে সমাজে দয়ার পাত্র হিসেবে দেখা হত৷ সে কারণেই মহিলাদের স্বশক্তিকরণের লক্ষ্যে কাজ করছেন প্রধানমন্ত্রীজী৷
মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প রূপায়ণে গুরুত্ব দিয়ে কাজ করেছে৷ রাজ্যে বর্তমানে কাজের পরিবেশ তৈরী হওয়ার ফলে বিভিন্ন ক্ষেত্রে সাফল্য এসেছে৷ পুলিশ প্রশাসন সঠিক দিশায় কাজ করার ফলে রাজ্যে অপরাধীদের সাজার হার বৃদ্ধি পেয়েছে৷ সরকার ত্রিপুরাকে নেশামুক্ত রাজ্য হিসেবে গড়ে তোলার যে পরিকল্পনা নিয়েছে তাতেও সাফল্য এসেছে৷ মহিলাদের গলার হার ছিনতাইবাজ, বাইক চোরদের দ্রত সাজা প্রদানের লক্ষ্যে কঠোর আইন প্রণয়ন করা হয়েছে৷ শুধু তাই নয় সমাজ ব্যবস্থার উন্নয়নে যে সকল মাপকাঠি রয়েছে সেগুলি নিয়েই সরকার পরিকল্পনা গ্রহণ করে কাজ করছে৷
মুখ্যমন্ত্রী বলেন, রাস্তায় কুড়িয়ে পাওয়া শিশুদের লালন পালন করে মানুষ হিসেবে গড়ে তোলার কাজটি অত্যন্ত সংবেদনশীল কাজ৷ আর এই মহৎ কাজটিই ত্রিপুরা শিশু কল্যাণ পরিষদ ১৯৬৫ সাল থেকে করে আসছে৷ যাদের মধ্যে সেবা পরায়ণতার মানসিকতা রয়েছে তারাই এই মহৎ কাজটি করতে পারে৷ ত্রিপুরা শিশু কল্যাণ পরিষদের বিভিন্ন সেবামূলক কাজে সহযোগিতা করার জন্য সকল অংশের মানুষকে এগিয়ে আসার জন্য আহ্বান জানান মুখ্যমন্ত্রী৷
অনুষ্ঠানে ত্রিপুরা শিশু কল্যাণ পরিষদের সম্পাদিকা অর্চনা চৌধুরী বলেন, ১৯৬৫ সালে সমাজের কয়েকজন শুভবুদ্ধিসম্পন্ন মানুষের প্রচেষ্টায় ত্রিপুরা শিশু কল্যাণ পরিষদ স্থাপিত হয়৷ অর্থের অভাবে যে সকল মেধাবী ছাত্র-ছাত্রীরা পড়াশুনা চালাতে পারেনা পরিষদ তাদের আর্থিকভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়৷ এই বছরও পরিষদ আর এন ট্রাস্টের মাধ্যমে ৫ জন দুঃস্থ মেধাবী ছাত্র-ছাত্রীকে আর্থিকভাবে সহযোগিতা করেছে৷ তিনি বলেন, ত্রিপুরা শিশু কল্যাণ পরিষদ আগরতলা, নতুননগর এবং উদয়পুরে ৩টি শিশু গৃহ পরিচালনা করছে৷ এছাড়াও সমাজ সচেতনতা বৃদ্ধি সহ বিভিন্ন সেবামূলক কাজ করে থাকে এই পরিষদ৷ অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন ত্রিপুরা শিশু কল্যাণ পরিষদের পেট্রন আলী সরকার এবং সভাপতি প্রদ্যোৎ কুমার ধর৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?