সোনামুড়ায় স্কুলছাত্রী ধর্ষণ : গাড়ি উদ্ধার, গ্রেফতার মূল অভিযুক্ত

নতুন প্রতিনিধি, সোনামুড়া, ২১ ডিসেম্বর৷৷ নাবালিকাকে বলপূর্বক তুলে নিয়ে ধর্ষণের ঘটনায় স্বাভাবিকভাবেই ত্রিপুরায় নারী সুরক্ষা নিয়ে প্রশ্ণ উঠেছে৷ নির্যাতিতা নাবালিকা আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালে চিকিৎসাধীন৷ পুলিশ ধর্ষণের মামলা নিয়েছে৷ মূল অভিযুক্ত আব্দুল খালেক (২৪)-কে পুলিশ আটক করেছে৷ ঘটনায় ব্যবহৃত গাড়িটিও পুলিশ উদ্ধার করেছে৷ গাড়িটির নম্বর টিআর-০১-একিও-০৫১৭৷ এদিকে, বিজেপির প্রদেশ মহিলা মোর্চার সভানেত্রী পাপিয়া দত্ত জিবি হাসপাতালে গিয়ে নির্যাতিতার খোঁজ নিয়েছেন৷ ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপারসন বর্ণালী গোস্বামীও সোনামুড়া ছুটে এসেছেন৷শুক্রবার সোনামুড়া দ্বাদশ শ্রেণি বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির পরীক্ষা ছিল৷ পরীক্ষা শেষে ছাত্রীরা যখন বাড়ি ফিরছিল তখন এক ছাত্রীকে জোর করে গাড়িতে তুলে অপহরণ করে নির্জন এলাকায় নিয়ে যায় কতিপয় বখাটে যুবক৷ সেখানে তাকে ধর্ষণ করে ঠাকুরমুড়া এলাকায় এনে চলতি গাড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে চম্পট দেয় অজ্ঞাতপরিচয় যুবকরা৷ স্থানীয় জনগণ রক্তাক্ত অবস্থায় ছাত্রীটিকে উদ্ধার করে সোনামুড়া হাসপাতালে নিয়ে যান৷ কিন্তু, গাড়িটি তারা আটক করতে পারেননি৷ চিকিৎসকরা তার অবস্থা আশঙ্কাজনক দেখে মেলাঘর মহকুমা হাসপাতালে তাকে স্থানান্তর করেন৷এসডিপিও সৌভিক দে বলেন, ওই ঘটনায় ব্যবহৃত গাড়িটির খোঁজ মিলেছে৷ গাড়ির সূত্র ধরে ঘটনার সাথে জড়িত মূল অভিযুক্ত আব্দুল খালেককে গ্রেফতার করা হয়েছে৷ গাড়িটিও উদ্ধার হয়েছে৷ তিনি বলেন, ফরেনসিক বিশেষজ্ঞরা গাড়িটির পরীক্ষা-নিরীক্ষা করে আলামত সংগ্রহ করবেন৷ এসডিপিও-র কথায়, থানায় ধৃত যুবকের জিজ্ঞাসাবাদ চলছে৷ আজই তাকে আদালতে সোপর্দ করা হবে৷ জেরায় ওই যুবক জানিয়েছে কয়েকদিন আগে সৌদি আরব থেকে সে ফিরেছে৷ এদিকে প্রদেশ বিজেপি মহিলা মোর্চা জিবি হাসপাতালে গিয়ে নির্যাতিতার খোঁজখবর নিয়েছেন৷ মহিলা মোর্চার সভানেত্রী পাপিয়া দত্ত বলেন, বর্বরতম ওই ঘটনার নিন্দা জানানোর ভাষা খোঁজে পাচ্ছি না৷ তবে, পুলিশ খুবই অল্প সময়ের মধ্যে অপরাধীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে, তার জন্য আরক্ষা প্রশাসনকে কুর্নিশ জানাচ্ছি৷ তিনি অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন৷ এসএফআই-এর ত্রিপুরা রাজ্য কমিটিও ওই ধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে৷ ঘটনার প্রতিবাদে সংগঠন আজ ও আগামীকাল ত্রিপুরায় প্রতিবাদ কর্মসূচি পালন করবে বলে স্থির করেছে৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?