পৃথক জায়গায় যান সন্ত্রাসের বলি এক, আহত চার

নতুন প্রতিনিধি, আগরতলা, ২১ ডিসেম্বর৷৷ ধুমধামের সাথে সড়ক সুরক্ষা সপ্তাহ উদযাপন প্রচারসর্বস্ব বলা যেতেই পারে৷ কারণ, প্রতিদিন বেপরোয়া গতির বলি হচ্ছেন মানুষ৷ আজ শনিবারও রাজ্যের পৃথক যান সন্ত্রাসে এক ব্যক্তির মৃত্যু হয়েছে, আরও দুজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন৷
আজ সন্ধ্যা ছয়টা নাগাদ বিশালগড় থানাধীন রাস্তার মাথা এবং ভুইয়াঁরমাথা রাস্তার মাঝামাঝি সেতু সংলগ্ণ স্থানে বেপরোয়া লরির ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে৷ আমতলি বাজার সংলগ্ণ এলাকার বাসিন্দা ত্রিপাল সরকার (৪৭) নামের ব্যক্তি অফিস থেকে টিআর ০১ ৯৫০৯ নম্বরের বাইকে চেপে বাড়ি ফেরার পথে লরির ধাক্কায় রাস্তায় ছিটকে পড়েন৷ লরিটি তাঁকে ধাক্কা মেরে পালিয়ে যায়৷ দুর্ঘটনার খবর পেয়ে দমকল কর্মীরা ছুটে গিয়ে তাঁকে উদ্ধার বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যান৷ কিন্তু কর্তব্যরত চিকিৎসক ডা. তন্মিষ্ঠা চৌধুরী ত্রিপালবাবুকে মৃত বলে ঘোষণা করেন৷ তিনি বিশালগড় ব্লকে জিআরএস পদে কর্মরত ছিলেন৷ খবর পেয়ে ব্লকের বিডিও বিজয়ন্ত সরকার এবং তাঁর সহকর্মীরা হাসপাতালে ছুটে যান৷ তাঁর পরিবারের সদস্যরা হাসপাতালে গিয়ে কান্নায় ভেঙে পড়েন৷ অন্যদিকে, আজ কিছু সময়ের ব্যবধানে বিশালগড় থানাধীন সুতারমুড়া এলাকায় বাইক ও সুকটির মুখোমুখি সংঘর্ষে গুরুতরভাবে জখম হয়েছেন দুজন৷ আহতরা হলেন অমরজিৎ দেববর্মা (২৮) এবং অগুর দেববর্মা (৫২)৷ তাঁরা একই এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ৷ খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যান৷ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁদের মধ্যে অমরজিৎ দেববর্মাকে আগরতলার জিবিপি হাসপাতালে স্থানান্তর করেছেন৷এদিকে, শান্তিরবাজার মহকুমার অধীন অলইছড়াতে একটি বাইক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন সুরজ মুড়াসিং (২৪) এবং রঞ্জিৎ সিং (২৫) নামে দুই যুবক৷ তারা শান্তিরবাজার থেকে উদয়পুর যাচ্ছিল৷ এদিন দুপুরে বাইকটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং একটি গর্তের উপর পড়ে যায়৷ তাতে দুজনে গুরুতর আহত হয়েছে৷ তাদের উদয়পুর জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে শান্তিরবাজার থেকে৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?