নতুন প্রতিনিধি, বিলোনিয়া, ২১ ডিসেম্বর৷৷ সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতায় ত্রিপুরায় পাঁচটি বামপন্থী দলের যৌথ আহ্বানে বিলোনিয়ায় সংগঠিত মিছিলে শাসক ও বিরোধী দলের সংঘর্ষের ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে৷ ওই ঘটনায় পুলিশ ১৯ জনের বিরুদ্ধে সুয়োমোটো মামলা নিয়েছিল৷ সেদিনের সংঘর্ষের ঘটনার জন্য বিজেপি সিপিএমকে দায়ী করেছে৷ পাল্টা সিপিএমও শাসকদল বিজেপির বিরুদ্ধে মিছিলে হামলার অভিযোগ এনেছে৷ ওই সংঘর্ষের ঘটনায় দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া থানার পুলিশ সিপিএমের ৯ জন এবং বিজেপির ১০ জনের বিরুদ্ধে সাতটি ধারায় মামলা রুজু করেছিল৷ ওইদিন দুই পুলিশ কর্মী গুরুতর আহত হয়েছিলেন৷ সংঘর্ষের সময় ইটবৃষ্টির কারণে এক মহিলা সাব-ইন্সপেক্টর সহ আরও একজন গুরুতর আহত হয়েছিলেন৷ তাঁদেরকে জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷পুলিশ জানিয়েছে, সিপিএমের প্রদীপ সাহা ও অরূপ মজুমদার এবং বিজেপির বন্ধন সরকারকে ওই সংঘর্ষের ঘটনায় গ্রেফতার করা হয়েছে৷ পুলিশের বক্তব্য, মোট ১৯ জনের বিরুদ্ধে মামলা নেওয়া হয়েছে৷
এদিকে, সিপিএম তাঁদের নয় কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশের বিরুদ্ধে আঙুল তুলেছে৷ পুলিশ দলদাসে পরিণত হয়েছে বলে দাবি করে বিনা শর্তে গ্রেফতার দুই নেতার মুক্তি চেয়েছে সিপিএম৷ পাশাপাশি সিপিএম কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারেরও দাবি জানিয়েছেন দলের নেতারা৷ অন্যদিকে বিজেপির বক্তব্য, সিপিএম মিছিল তাদের থেকে ইটপাটকেল ছুঁড়েছে৷ অথচ বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশ মামলা নিয়েছে৷ শুধু তা-ই নয়, এক কর্মীকে গ্রেফতারের ঘটনায় পুলিশের ভূমিকায় প্রশ্ণ তুলেছে বিজেপি৷