নতুন প্রতিনিধি, নয়াদিল্লি, ২০ ডিসেম্বর।। উন্নাও-কাণ্ডে অভিযুক্ত কূলদীপ সিং সেঙ্গারের যাবজ্জীবন কারাদণ্ডের রায় শোনাল দিল্লির তিস হাজারি কোর্ট। সেইসঙ্গে নির্যাতিতার পরিবারকে ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিল আদালত।
নির্যাতিতা এবং তাঁর পরিবারকে সুরক্ষা দেবে সিবিআই, এমনটাই নির্দেশ আদালতের। সেইসঙ্গে তাঁদেরকে কোনও সুরক্ষিত বাড়িতে স্থানান্তরিত করা হবে বলেও জানা গিয়েছে। ২০১৭ সালে উন্নাও-এ এক মহিলাকে ধর্ষণ করার অভিযোগ ওঠে বিজেপি নেতা কূলদীপ সিং সেঙ্গারের বিরুদ্ধে। উত্তরপ্রদেশের বাঙ্গারমাউ-এর চতুর্থবারের বিজেপি সাংসদ সেঙ্গারের কাছে চাকরির আবেদন নিয়ে গিয়েছিলেন অই তরুণী। চাকরি দেওয়ার পরিবর্তে তাকে ধর্ষণ করে সেঙ্গার। শুক্রবার জেলার বিচারপতি ধর্মেশ শর্মা ২৫ লক্ষ টাকার জরিমানা এবং নির্যাতিতার পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেন। এদিন এজলাসে বিচারপতি বলেন, “দেশের একজন নেতা হওয়ায় সেঙ্গারের উপর মানুষের আস্থা ছিল। কিন্তু এমন ঘৃণ্য কাজ করায় তা ভেঙ্গে গিয়েছে”। ভারতীও দণ্ডবিধির ৩৭৬ (ধর্ষণ), এবং পকসো আইনের ৫ এবং ৬ আইন অনুসারে তাকে দোষী সাব্যস্ত করে রায় ঘোষণা করে আদালত। ঘোটনার অপর অভিযুক্ত শশী সিং, যে অই তরুণীকে সেঙ্গারের কাছে নিয়ে গিয়েছিল, দালতে ছাড়া পেয়ে যায়।