নতুন প্রতিনিধি, ধর্মনগর, ২০ ডিসেম্বর।। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ধর্মনগর রাজবাড়ি এলাকায় আচমকা অভিযান চালিয়ে প্রায় সাড়ে তিন হাজার লিটার অবৈধ জ্বালানি তেল উদ্ধার করলো ধর্মনগর মহকুমা প্রশাসন। এইদিন ধর্মনগর মহকুমার মহকুমা শাসকের নেতৃত্বে রাজবাড়ি এলাকার দুটি গোদাম থেকে মজুদ করা প্রায় ১৮ টি তেলের ড্রাম উদ্ধার করা হয়। যদিও এইদিন কোন তেল কারবারিকে আটক করা যায়নি। ধর্মনগর মহকুমা শাসক সংবাদ প্রতিনিধিদের সাথে সাক্ষাৎকারে জানান পুলিশ তদন্তের মাধ্যমে এই তেল কারবারিদের জালে তুলবে। উল্লেখ্য ইতিপূর্বে এই এলাকায় অভিযান চালিয়ে বেশ কয়েকবার অবৈধ ভাবে মজুত করে রাখা বিপুল পরিমাণ জ্বালানী তেল উদ্ধার করে প্রশাসন। কিন্তু এই অবৈধ মজুতদারদের বিরুদ্ধে তেমন কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ফলে দিনের পর দিন অবৈধ ভাবে তেল মজুত করার কারবার চলতে থাকে।