গাড়িতে আগুন.. কাঁদানে গ্যাস.. পুলিশের লাঠিচার্জ যোগী রাজ্যে

নতুন অনলাইন ডেস্ক, ২০ ডিসেম্বর।। সব মিলিয়ে নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে দেশজুড়ে জ্বলছে বিক্ষোভের আগুন। শুক্রবার সকাল থেকেই দফায় দফায় বিক্ষোভের চিত্র ফুটে ওঠে দেশের বহু জায়গাতেই। এদিন সকাল থেকেই যোগী রাজ্যে বিক্ষোভ প্রদর্শন ছিল চোখে পড়ার মতো। পুলিশকে পাথর.. গাড়িতে আগুন.. কাঁদানে গ্যাস.. পাল্টা পুলিশের লাঠিচার্জ সব মিলিয়ে ধুন্ধুমার যোগী রাজ্যে। বৃহস্পতিবার লখনউয়ে অবস্থা কার্যত প্রশাসনের হাতের বাইরে চলে যায়। থানায় আগুন, পুলিশের গাড়ি ভাঙচুর এমনকি সংবাদমাধ্যমের ওবি ভ্যানে আগুন লাগানোও বাদ গেল না। পাল্টা লাঠিচার্জ করে পুলিশ, ফাটানো হয় কাঁদানে গ্যাসের সেল।এদিন পুরনো লখনউয়ের ডালিয়াগঞ্জ, হুসেনাবাদ, ছোটা ইমামবড়া এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান আন্দোলনকারীরা। শহরের পরিবর্তন চকে প্রায় ২৫টি মোটরবাইক, ১০টি গাড়ি, ৩টি বাসে আগুন লাগানো হয়। আগুন নেভাতে সেখানে দমকল গেলে দমকলের উপরও পাথর ছোঁড়া হয়। বাধ্য হয়ে এলাকা ছাড়ে দমকল। বিক্ষোভের আঁচ এসে পড়ে সংবাদমাধ্যমের উপরও। টিভি চ্যানেলের ৪টি ওবি ভ্যান পুড়িয়ে দেয় বিক্ষোভকারীরা। হাসানগঞ্জ এবং ঠাকুরগঞ্জে থানায় আগুন লাগানো হয়। ভেঙে দেওয়া হয় পুলিশের গাড়ি। জলকামানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পুলিশ। হজরতগঞ্জে ডিএমের অফিসে বিক্ষোভ দেখান আইনজীবীরা। প্রদেশ কংগ্রেস সভাপতি অজয়কুমার লাল্লুকে আটক করে পুলিশ। হিংসা ছড়িয়ে পড়ে লখনউয়ের বাইরেও। আক্রমণের মুখে পড়ে বারাণসীতে লাঠি চালায় পুলিশ। সম্ভলে সরকারি-বেসরকারি বাসে লাগানো হয় আগুন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?